কক্সবাজারে প্রস্তুত ১৩ লাখ ৬৫ হাজার ২০৪ জন ভোটার

সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার সাথে সাথে আগাম ভোটের আমেজ বইতে শুরু হয়েছে জেলার সর্বত্র। এরিমধ্যে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ার পর সেই ভোটের পালে হাওয়া লাগার গতি বেড়েছে দুইগুন। অন্যদিকে জেলার তিনটি আসনে বিএনপি’র দলীয় মনোনয়ন চুড়ান্তের খবরও গণমাধ্যমে প্রকাশ হওয়ায় সহজেই প্রতিয়মান হচ্ছে খুব সন্নিকটে নির্বাচন। দ্রুতই বেজে উঠবে ভোটের ঢোল।
তথ্য বলছে-কক্সবাজারের চারটি আসনের মধ্যে ৪টি পৌরসভাসহ ৭১ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা রয়েছে ১৩ লাখ ৬৫ হাজার ২০৪ জন। ততমধ্যে ৭ লাখ ৭ হাজার ৮৩১ জন পুরুষ এবং ৬ লাখ ৫৭ হাজার ৩৭৩ জন মহিলা। ৫১২টি ভোটকেন্দ্রে ভোট কক্ষের সংখ্যা ২ হাজার ৭৩৮টি।
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে মনোনয়ন পেয়েছেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম। বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী সালাহ উদ্দীন আহমদের সহধর্মিনী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ। এছাড়া একই আসনে মহাজোটের অন্যতম শরীকদল জাতীয় পার্টির বর্তমান সংসদ সদস্য হাজী মো. ইলিয়াছ দলীয় মনোনয়ন পেয়েছেন। তবে প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত তিনি থাকছেন কিনা সেটি এখন দেখার বিষয়।
চকরিয়া উপজেলার একটি পৌরসভা ও ১৮টি ইউনিয়ন এবং পেকুয়া উপজেলার ৭টি ইউনিয়ন নিয়েই কক্সবাজার-১ আসনটি গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯০ হাজার ৬৮১ জন। ভোটকেন্দ্র সংখ্যা ১৩৯টি।
চকরিয়া উপজেলায় ১৮টি ইউনিয়নের ৯৯টি ভোট কেন্দ্রে এক লাখ ৪৮ হাজার ৮০৫ জন পুরুষ ও এক লাখ ৩৫ হাজার ৬০৬ জন মহিলা মিলিয়ে ভোটার রয়েছে দুই লাখ ৮৪ হাজার ৪১১ জন। পেকুয়া উপজেলার ৭টি ইউনিয়নে ৪০ ভোট কেন্দ্রের বিপরীতে ৫৫ হাজার ৬২০ জন পুরুষ ও ৫০ হাজার ৬৫০ মহিলাসহ ভোটার সংখ্যা এক লাখ ৬ হাজার ২৭০ জন।

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। ওই আসনে বিএনপির প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য আলমগীর মো. মাহফুজুল্লাহ ফরিদ। এছাড়াও এটিম নুরুল বশর চৌধুরী এবং হামিদুর রহমান আজাদের নামও শুনা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে।
কুতুবদিয়া উপজেলার ৬টি ইউনিয়ন এবং মহেশখালী উপজেলার একটি পৌরসভার ৮টি ইউনিয়ন নিয়েই কক্সবাজার-২ আসনটি গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯৬ হাজার ৮১ জন। ভোটকেন্দ্র সংখ্যা ১০৫টি।
মহেশখালী উপজেলার একটি পৌরসভা ও ৮টি ইউনিয়নে ৬৮ ভোট কেন্দ্রের বিপরীতে ১ লাখ ৯ হাজার ৯৪৯ জন পুরুষ ও ১ লাখ ১ হাজার ৬৬৭ নারীসহ ভোটার সংখ্যা ২ লাখ ১১ হাজার ৬১৬ জন।
কুতুবদিয়া উপজেলায় ৬ ইউনিয়নের ৩৭টি ভোট কেন্দ্রের বিপরীতে ৪৪ হাজার ২৩ জন পুরুষ ও ৪০হাজার ৪৪২ জন মহিলা মিলিয়ে ভোটার রয়েছে দুই লাখ ৮৪ হাজার ৪৬৫ জন।
কক্সবাজার-৩ (সদর-রামু) আসনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। বিএনপি থেকে দলীয় প্রার্থী নিশ্চিত হয়েছেন সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
কক্সবাজার সদর উপজেলার একটি পৌরসভা ও ১০টি ইউনিয়ন এবং রামু উপজেলার ১১টি ইউনিয়ন নিয়েই কক্সবাজার-৩ আসনটি গঠিত হয়। এখানে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৪ হাজার ৩৬ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ১৬৮টি।
সদর উপজেলায় ১০৮টি ভোট কেন্দ্রে ১লাখ ৩৫ হাজার ১৪ জন পুরুষ ও ১লাখ ২১ হাজার ৪ জন মহিলা মিলিয়ে ভোটার রয়েছে দুই লাখ ৫৬ হাজার ১৮ জন। রামু উপজেলার ১১টি ইউনিয়নে ৬১ ভোট কেন্দ্রে ৮১ হাজার ৪১০ জন পুরুষ ও ৭৬ হাজার ৬০৮ মহিলাসহ ভোটার সংখ্যা ১লাখ ৫৮ হাজার ১৮ জন।
কক্সবাজার-৪ সীমান্তবর্তী এলাকার লাকি আসন হিসেবে খ্যাত (টেকনাফ-উখিয়া) আসনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য আবদুর রহমান বদির স্ত্রী শাহীন আক্তার চৌধুরী। ওই আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সসদ্য জেলা শাহাজান চৌধুরী। একই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জেলা সেক্রেটারী হাত পাখা প্রতীক নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন মৌলানা মো. শোয়াইব। গণ ঐক্য থেকে হারিকেন প্রতীক নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন এডভোকেট সাইফুদ্দিন খালেদ।
উখিয়া উপজেলার ৫টি ইউনিয়ন এবং টেকনাফ উপজেলার ৬টি ইউনিয়ন নিয়েই কক্সবাজার-৪ আসনটি গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৪ হাজার ৪০৬ জন। ভোটকেন্দ্র সংখ্যা ১০০টি।
উখিয়া উপজেলায় ৪৫টি ভোট কেন্দ্রের বিপরীতে ৬০ হাজার ৪৮৮জন পুরুষ ও ৫৮ হাজার ২৯৭ জন মহিলা মিলিয়ে ভোটার রয়েছে ১ লাখ ১৮ হাজার ৭৮৫ জন।
টেকনাফ উপজেলার ১টি পৌরসভা ও ৬টি ইউনিয়নে ৫৫ ভোট কেন্দ্রের বিপরীতে ৭২ হাজার ৫২২জন পুরুষ ও ৭৩ হাজার ৯৯ মহিলা-সহ ভোটার সংখ্যা এক লাখ ৪৫ হাজার ৬২১ জন।
কক্সবাজার জেলা নির্বাচন অফিস সুত্র জানিয়েছে, কক্সবাজার জেলার ৪টি পৌরসভা ও ৭১ ইউনিয়নের ৫১২ ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৩ লাখ ৬৫ হাজার ২০৪ জন। সেখানে ৭ লাখ ৭ হাজার ৮৩১ জন পুরুষ এবং ৬ লাখ ৫৭ হাজার ৩৭৩ জন মহিলা। ভোট কক্ষের সংখ্যা ২ হাজার ৭৩৮টি।
এখন সব ভোটারের ভাবনায় আগামী ৩০ ডিসেম্বর।