উখিয়ায় অর্ধ কোটি টাকার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল

উখিয়ার বালুখালী শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (১৩) ডিসেম্বর বিকালে অভিযান চালিয়ে সৈয়দুল আমিন (১৯) নামে ওই যুবকে আটক করে র‌্যাব।

সে শফিউল্লাহ কাটা রোহিঙ্গা শিবিরের (ক্যাম্প ১০) জি ব্লকের কাদির হোসেনের ছেলে।

র‌্যাব-৭ টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লেঃ মির্জা শাহেদ মাহতাব (পিপিএম), এক্স বিএন কক্সবাজার জার্নাল ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে উখিয়ার বালুখালী এলাকা মাঠে মাদক ব্যবসায়ীরা ইয়াবা ট্যাবলেট বেচা-কেনার জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে এএসপি শাহ আলমের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবককে হাতেনাতে আটক করে।

উদ্ধার করা এসব ইয়াবার বাজার মূল্য ৫০ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

এ বিষয়ে আটক ব্যাক্তিকে সংশ্লিষ্ট ধারায় মামলা দিয়ে উখিয়া থানায় সোর্পদ করা হয়েছে বলে জানায় এই কর্মকর্তা।