উখিয়ায় র‍্যাবের অভিযানে বার্মিজ সিগারেট ও পলিথিনসহ খুরশেদ আটক

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল :

কক্সবাজারের উখিয়া সদরের কাঁচা বাজারে অভিযান চালিয়ে মিয়ানমারের সাড়ে ২০ হাজার পিস সিগারেট ও ২০০ কেজি কালো ও নীল রংয়ের পলিথিনসহ খুরশেদ আলম (৪০) নামে একজনকে আটক করেছে র‌্যাব সদস্যরা। আটক খুরশেদ আলম উখিয়া সদরের শীলের ছড়া গ্রামের নুরুল আমিনের ছেলে।

সোমবার রাত ১১ টার দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ানের (র‌্যাব-৭) টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লেঃ মির্জা শাহেদ মাহতাব এক্স বিএন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার সকালে উখিয়া সদর কাঁচা বাজারে নিষিদ্ধ মিয়ানমারের সিগারেট ও পলিথিন বিক্রি হচ্ছে, এমন খবর পেয়ে টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল এএসপি শাহ আলমের নেতৃত্বে র‌্যাবের একটি দল কাঁচা বাজারের পাশে ‘খুরশেদ স্টোর’ নামক একটি দোকানে অভিযান পরিচালনা করে। এসময় দোকানে তল্লাশি চালিয়ে মিয়ানমারের নিষিদ্ধ ২০ হাজার সিগারেট ও ২০০ কেজি পলিথিন উদ্ধার করে। এ ঘটনায় খুরশেদ আলমকে আটক করা হয়।

উদ্ধার সিগারেটের দাম ২লাখ টাকা ও পলিথিনের দাম ৪০ হাজার টাকা। এ বিষয়ে আটক ব্যাক্তিকে সংশ্লিষ্ট ধারায় মামলা দিয়ে উখিয়া থানায় সোর্পদ করা হয়েছে বলে জানায় এই কর্মকর্তা।