এবার রোহিঙ্গা নারীকে নিয়ে পালানোর সময় ভুয়া সাংবাদিক আটক

আবদুল মালেক সিকদার, রামু
রামুতে এক যুবককে ১৫ দিনের সাজা দিয়েছে রামু উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা।

সূত্রে জানাযায় বড় মহেশখালী পশ্চিম সিপাহীর পাড়া এলাকার মৃত আবুল হোছেনের ছেলে আনুয়ার হোসেন (৩৫) উখিয়া থ্যাংকালী হাকিম পাড়া ৮ নং ক্যাম্পের s ব্লকের নুরুল ইসলামের মেয়ে রোহিঙ্গা নারী সোহাইদা আক্তার (১৮) কে নিয়ে গাড়ি যোগে পালানোর সময় ৩১ জুলাই বুধবার দুপুর ১২ টার সময় রামু মরিচ্যা চেক পোস্টে অভিযান চালিয়ে বিজিবি ৩৪ ব্যাটেলিয়ানের নায়ব সুবেদার মোঃ রুহুল আমিন দুই জন কে আটক করে।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমার কাছে নিয়ে আসলে আনুয়ার হোসেন কে ১৫ দিনের সাজা প্রদান করে জেল হাজতে পাঠানোর নিদেশ প্রদান করে, রোহিঙ্গা নারীকে ক্যাম্পে ফেরত পাঠানোর জন্য বলা হয়।

বিজিবি ৩৪ ব্যাটেলিয়ানের নায়ব সুবেদার মোঃ রুহুল আমিন জানান রোহিঙ্গা নারীকে নিয়ে পালানোর সময় এরা দুজনকে আটক করা হয় এ সময় আনোয়ার হোসেন নিজেকে সাংবাদিক পরিচয় দেয়। সাজাপ্রাপ্ত আসামী আনোয়ার হোসেন জানান রোহিঙ্গা নারী সোহাইদা আক্তার কে আমি বিয়ে করেছি,এবং ঢাকার অনলাইন পত্রিকা jn 24 news.com এবং Jatiya crim reporters society পত্রিকার সাংবাদিক দাবি করেন।