এমপি বদিকে শাহজাহান চৌধুরীর কন্যার খোলা চিঠি

কক্সবাজার -৪ উখিয়া টেকনাফ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরীর কন্যা এডভোকেট নাজিয়া জাহান চৌধুরী সম্পা বর্তমান সংসদ সদস্য নৌকার প্রার্থী শাহীন আক্তারের স্বামী আব্দুর রহমান বদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম Naziajahan chowdhury নামে আইডি থেকে একটি খোলা চিঠি দিয়েছেন।

চিঠিটি পাঠকের জন্য তুলে ধারা হলো..
মাননীয় সংসদ জনাব আবদু রহমান বদি সাহেব, আসসালামু আলাইকুম,
আশা করি ভালো আছেন, হয়তো ব্যস্ত আছেন, ব্যস্ত থাকার কথা, তার মাঝেও আপনাকে কয়েকটা কথা বলা প্রয়োজন মনে করে আপনাকে একটা খোলা চিঠি দিলাম।
মাননীয় সংসদ সাহেব এতোই যখন উন্নয়ন করেছেন তাহলে কেনো ধানের শীষের নেতা কর্মীদের মামলা দিয়ে মাঠে থাকতে দিচ্ছেন না। কেনো আমাদের প্রচারনায় এতো ভয় আপনার? কেনো এত মরিয়া হয়ে উঠেছেন আমার বড় আপা শাহীন আক্তার কে ক্ষমতায় বসাতে? আপনি তো নিজেও জানেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মধ্যে যোগ্য ব্যক্তি কে। আপনি তো আমাদের প্রজন্ম কে ক্ষমতার লোভের শিক্ষা দিচ্ছেন। এ শিক্ষা আপনার কাছ থেকে উখিয়া-টেকনাফের তরুন প্রজন্ম কোনদিন আশা করেনি। আপনি আমার বড় ভাই আপনার এ শিক্ষা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অন্ধকারের শিক্ষা। আপনি এই আসনের বর্তমান সংসদ সদস্য। আপনার কাছে আমরা নিরপেক্ষতা আশা করেছিলাম। আপনি শুধু শাহীন আক্তার আপার একার সংসদ সদস্য নন এই উখিয়া-টেকনাফবাসীর সংসদ সদস্য।

উখিয়া-টেকনাফের জনগনের মঙ্গল চিন্তা করে ভোটের পরিবেশ নষ্ট না করার জন্য আপনাকে আমি অনুরোধ করছি। দলবল নির্বিশেষে যোগ্য প্রার্থীকে আপনি নিজেও ভোট দিন আমাদেরও দিতে দিন। কারণ বৃহৎ দলের প্রধানরাই আমাদের শিক্ষা দিচ্ছেন। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আসুন আমাদের সাথে একমত হয়ে এই মামলা-হামলা হয়রানি অরাজকতা বন্ধ করে আমাদের মত স্বাভাবিক ভাবে প্রচারনা করার সাহয্য করুন। আপনার কাছে আমরা উখিয়া টেকনাফের মানুষ একটি গ্রহনযোগ্য ভোট প্রদান করতে পারার পরিবেশ চাই। আপনি সরকার দলীয় সংসদ ক্ষমতার অপব্যবহার করা অন্তত আমাদের এই তরুন ভোটারদের শিখিয়ে যাবেন না। রাজনৈতিক অঙ্গনে পরিবেশ দূষন না করার জন্য আপনাকে আমি একান্ত ভাবে অনুরোধ করছি। সাথে মাদক মুক্ত উখিয়া-টেকনাফ সমাজ নির্মাণে আপনার, আমার সকলের সহযোগিতা কামনা করছি।
নিবেদন
এ্যাড: নাজিয়া জাহান চৌধুরী সম্পা
পিতা: আলহাজ্ব শাহজাহান চৌধুরী
সাবেক সংসদ সদস্য ও সংসদ সদস্য
পদপ্রার্থী কক্সবাজার ৪ (উখিয়া – টেকনাফ)