কক্সবাজারে কেন্দ্র দখল করে ব্যালটে হাত দেয়ার অপচেষ্টা করলে সাথে সাথে গুলি : এসপি মাসুদ

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

ভোট কেন্দ্র দখল করে কেউ গায়ের জোরে ব্যালটে হাত দিতে চাইলেই সাথে সাথে গুলি করা হবে বলে উল্লেখ করে কক্সবাজারের পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বলেছেন-চকরিয়া উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহনে কোন ছাড় দেয়া হবেনা।

সুষ্ঠু, সুন্দর, নিরাপদ পরিবেশে ভোট গ্রহনের জন্য পুরো চকরিয়া উপজেলাকে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে। কোন দুর্বৃত্ত শান্তিপূর্ণ পরিবেশ অশান্ত করে নির্বাচনে প্রভাব বিস্তার করতে চাইলে তাদের হাত গুড়িয়ে দেয়া হবে। এসপি

এ.বি.এম মাসুদ হোসেন আরো বলেন-সোমবারের নির্বাচন সর্বোচ্চ গ্রহনযোগ্য, অবাধ ও নিরপেক্ষ করার জন্য পুলিশ, বিজিবি, র‍্যাব, সিভিল প্রশাসন সসহ সহ সমস্ত প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। পুরো চকরিয়া উপজেলায় নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থায় কেউ বিঘ্ন ঘটাতে চাইলে দাঁতভাঙ্গা জবাব দেয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

সোমবার ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে রোববার চকরিয়া থানা সম্মেলেন কক্ষে আইনশৃঙ্খলা রক্ষার ডিউটিতে নিয়োজিত পুলিশ অফিসার ও ফোর্সের জন্য অনুষ্ঠিত এক ব্রিফিং প্যারেডে কক্সবাজারের পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন রোববার ১৭ মার্চ সকালে একথা বলেন।

ব্রিফিং প্যারেডে অন্যান্যের মধ্যে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমেদ, চকরিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, চকরিয়া থানার আফিসার ইনচার্জ (ওসি), নির্বাচনে নিয়োজিত সকল পুলিশ অফিসারগণ উপস্থিত ছিলেন।