কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

ডেস্ক রিপোর্ট – কক্সবাজার শহরে এক ইয়াবা ব্যবসায়ীর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ওই সময় অস্ত্র, তাজা কার্তুজ ও ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ বলছে, ইয়াবা ব্যবসায়ীদের দুইপক্ষের ভাগবাটোয়া নিয়ে নিজেদের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে একজনের মৃত্যু হয়েছে। তার নাম দেলোয়ার হোসেন (৩৮)। তিনি শহরের বাস টার্মিনালের লারপাড়া এলাকার গোলাম হোসেন ওরফে গুল হোসেনের ছেলে।

সোমবার (১১ মার্চ) ভোরে কক্সবাজার শহরের ডায়েবেটিক পয়েন্ট এলাকা থেকে এই ইয়াবা ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ খাইরুজ্জামান।

খাইরুজ্জামান বলেন, গুলিবিদ্ধ মৃতদেহের খবর পেয়ে তা উদ্ধার করা হয়েছে। ওই সময় মৃতদেহের পাশে একটি এলজি, দুইটি তাজা কার্তুজ ও ৪০০ পিস ইয়াবা পাওয়া গেছে।

পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. খাইরুজ্জামান জানান, নিহতের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় ৪টি মাদক মামলা, ১টি পরিবেশ ও ১টি মারামারির মামলা রয়েছে।

তিনি বলেন, মৃতদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদস হাসপাতালে ময়নাতদন্ত করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট ধারায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে।