গ্রামে কোন মাদক ব্যবসায়ী-সেবনকারী থাকতে পারবেনা।

টেকনাফে এবার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাঃ এলাকাবাসীর শপথ গ্রহণ

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল :

টেকনাফে এবার মাদকের বিরুদ্ধে জেগে উঠেছে স্থানীয়রা। সোমবার (২৫ ফেব্রুয়ারী) টেকনাফের একটি প্রত্যন্ত গ্রামে নিজেদের উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল আল হোছাইনিয়া দাখিল মাদ্রাসা, সরকারী প্রাথমিক বিদ্যালয় ও স্থানীয় যুবসমাজের উদ্যোগে বিশাল মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালিটি মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত যুবক-ছাত্র-ছাত্রী এলাকাবাসী সহ কয়েকশ লোক মাদকের বিরুদ্ধে শপথ নেন। অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক আব্দুর রহমান শপথবাক্য পাঠ করান।

এসময় বক্তারা বলেন প্রত্যেকের নিজ গৃহ থেকেই মাদকের বিরুদ্ধে সংগ্রাম শুরু করতে হবে। গ্রামে কোন মাদক ব্যবসায়ী-সেবনকারী থাকতে পারবেনা। এখন থেকে যদি কারো বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ পাওয়া যায় তাহলে তাকে আইনের হাতে সোপর্দ করা হবে। বক্তারা আরো বলেন, মাদকের অভিশাপ হতে আমরা বাঁচতে চাই। প্রজন্মকে মাদকের অভিশাপ হতে মুক্ত করতে চাই।

অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক আব্দুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন স্থানীয় সাবেক ইউপি মেম্বার জহির আহমদ, টেকনাফ পৌর আওয়ামীলীগ সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, আওয়ামীলীগ নেতা এজাহার মিয়া, মো. ইউছুপ মনো, মুন্ডার ডেইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম, মাদ্রাসা সুপার মো. সালাউদ্দিন, সহকারী সুপার নুরুল কবির স্থানীয় নারী ছেনুয়ারা, মাদ্রাসা ছাত্রী জমিলা খাতুন প্রমুখ। শেষে মাদ্রাসা প্রাঙ্গন হতে বিশাল র‌্যালী এলাকার অলিগলি প্রদক্ষিণ করে।