টেকনাফে বিজিবির গুলিতে নিহত দুই মাদক পাচারকারীর পরিচয় মিলেছে

বিশেষ প্রতিবেদক : টেকনাফে মাদকের চালান নিয়ে অনুপ্রবেশের সময় সীমান্ত রক্ষী বিজিবির গুলিতে নিহত দুই রোহিঙ্গার পরিচয় মিলেছে।
জানা যায়, ১২ জানুয়ারী ভোররাত সাড়ে ৩টারদিকে উপজেলার হ্নীলা রঙ্গিখালী সংলগ্ন নাফনদীর আনোয়ার প্রজেক্ট বেড়িবাঁধ দিয়ে ৪০ হাজার ইয়াবার চালান নিয়ে অনুপ্রবেশের সময় বিজিবি জওয়ানদের গুলিতে নিহতরা মিয়ানমারের আকিয়াবের মন্ডু নাগাকুরাস্থ সিকদার পাড়ার মোহাম্মদ আলমের পুত্র আয়াজ উদ্দিন (২৭) ও বদিউর রহমানের পুত্র ছৈয়দুল আমিন (২৫) বলে ওপারের সুত্রে জানা গেছে।
এদিকে উলুবনিয়া, খারাইগ্যাঘোনা, হোয়াইক্যং, লম্বাবিল, ঊনছিপ্রাং, কাঞ্জরপাড়া, নয়াপাড়া, ঝিমংখালী, মিনাবাজার, নয়াবাজার, খারাংখালী, মৌলভী বাজার, হোয়াব্রাং, সুলিশ পাড়া-কাস্টমস ঘাট, পূর্ব ফুলের ডেইল, নাটমোরা পাড়া-জালিয়াপাড়া, চৌধুরী পাড়া, রঙ্গিখালী লামার পাড়া, রঙ্গিখালী, আলীখালী, মোচনী, নয়াপাড়া ও জাদিমোরায় অবস্থানকারী ভাসমান রোহিঙ্গারা রাতের বেলা ফিনী বা ঠেলা জালে মাছ শিকারের অজুহাতে ইয়াবার চালান খালাসে নিহতদের মত অনেক রোহিঙ্গা নানা কৌশলে এখনো রাতের অন্ধকারে মাদকের চালান খালাসে সহায়তা করে আসছে বলে জানা গেছে।