কক্সবাজার ভূমি অধিগ্রহণ (এলও) শাখা থেকে ৪ দালাল আটক

সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল

কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি হুকুম দখল কার্যালয় থেকে ৪ দালাল কে আটক করা হয়েছে। ১২ মার্চ (মঙ্গলবার) রাত ৯ টার দিকে এসব ৪ দালাল কে আটক করা হয়। পরে তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে।

আটক দালালেরা হলেন- মহেশখালী কালামারছড়া এলাকার মকবুল আহমদের ছেলে রকি উল্লাহ প্রকাশ রকি, (সাজা ১০ দিন ) একই এলাকার হোয়ানক ফরিয়ারছড়া এলাকার ছাব্বিরের ছেলে ইব্রাহিম (৩৭) (সাজা ২০ দিন) কালামারছড়া মারকাঘোনা এলাকার নজির আহমদের ছেলে খোরশেদ আলম (৪০) ( সাজা ২০ দিন) মাতারবাড়ি মাইজপাড়া এলাকার জাবের আহমদের ছেলে কাইয়ুম (সাজা ১০ দিন)। তাদের দন্ডবিধি ১৮৬০ সালের আইনের ১৯৬ ধারা অনুযায়ী সরকারি কর্মচারীকে সরকারি কর্ম সম্পাদনে বাধা প্রদান করায় তাদের আটক করে সাজা দেওয়া হয়।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আশরাফুল আফসার বলেন, জেলা প্রশাসক কার্যালয়ের (এলও) শাখায় দালাল বা ফড়িয়াদের উৎপিড়ন বেড়ে যাওয়ায় কিছুদিন আগে জেলা প্রশাসক মো. কামাল হোসেন এর নির্দেশে তাদের তালিকা করা হয়। তারপর কিছুদিন দালালদের উৎপাত কমে গিয়েছিল। কিন্তু ইদানিং দালালদে উৎপাত আবারো বেড়ে গেছে।

তাই ১২ মার্চ সন্ধ্যার দিকে উক্ত দালালরা এল শাখায় কর্মরত কাননগো, সার্ভেয়ারদের কাজে বাধা প্রদান করছিল। এমন খবরে তাৎক্ষনিক পেয়ে তাদের আটক করতে সক্ষম হই। এ সময় আরও কয়েকজন দালাল পালিয়ে যায়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।