দুরারোগ্য ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত উখিয়ার মোজাম্মেল বাঁচতে চায়

মানবতার শহর উখিয়ার সোনার পাড়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির মেধাবী ছাত্র মোজাম্মেল হক। সে গত ১মাস যাবৎ ব্লাড ক্যান্সার নামক দুরারোগ্য ব্যাধিতে ভোগতেছে।

মোজাম্মেল উপজেলার সোনার পাড়া গ্রামের হতদরিদ্র মুফিজুল আলম ও আরেফা বেগমের সন্তান।

দিনদিন তাঁর White Blood Cell (WBC) বৃদ্ধি পাওয়াতে তাঁর শারীরিক অসুস্থতা দিন দিন বাড়ছে। তা কমাতে দ্রুত উন্নত চিকিৎসা প্রয়োজন।

আর্থিক সমর্থন পেলে তাকে উন্নত চিকিৎসা প্রদানের মাধ্যমে সুস্থ করা যাবে বলে আশা করা হচ্ছে।

আর্থিক সহযোগিতা পেলে তাকে উন্নত চিকিৎসার জন্য ভারত নিয়ে যাওয়া হবে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

অত্যন্ত গরিব খেটে খাওয়া মানুষ মুফিজুল আলম তাঁর সহায় সম্পদ বিক্রি করে ছেলের চিকিৎসার খরচ বহন করেছেন দীর্ঘদিন। এখন তাঁর পক্ষে এত খরচ বহন করার মত কোনো সম্বল নেই।

রক্তদাতা ও সেচ্ছাসেবী সংগঠন হাসি মুখ ফাউন্ডেশনের সভাপতি মাহাবুব কাউসারের সাথে তাঁর বাবা দেখা করলে তিনি সংগঠনের পক্ষ থেকে ছেলেটির রক্তের ব্যবস্থার যাবতীয় দায়িত্ব নেন।

আপনার আমার সাহায্য বাঁচাতে পারে একজন ছাত্রের জীবন। আসুন আমরা মোজাম্মেল এর পাশে দাঁড়ায়।

মোজাম্মেলের বাবার সাথে 01814953718 এই নাম্বারে যোগাযোগ করে তার খোঁজ-খবর নেওয়া যাবে। আর মোজাম্মেলকে বাঁচাতে আর্থিক সাহায্য বিকাশে 01636334053 (পার্সোনাল)
পাঠাতে পারেন।