মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় পর্যটক নিহত

নিজস্ব প্রতিবেদক :

মেরিন ড্রাইভ বাইক চালাতে গিয়ে সিএনজি মোটরসাইকেলের সংঘর্ষে তুষার নামে এক পর্যটক নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে জাহেদ নামের আরো এক পর্যটক।

শনিবার (৮ জুন) বিকেল ৫টায় কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে বাইক চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। তারা দুজনেই কুমিল্লা থেকে কক্সবাজার বেড়াতে আসেন বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তুষার ও জাহেদ কলাতলী থেকে রেন্ট এ বাইক থেকে একটি মোটরসাইকেল ভাড়া নিয়ে মেরিন ড্রাইভে ঘুরতে গিয়েছিলেন, সেখানে একটি সিএনজির সাথে তাদের সংঘর্ষ হয়। এতে তুষার নামের ওই পর্যটক নিহত হয়।

পরে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে এলে তুষারকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং জাহেদকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

মূলত: কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে অপ্রাপ্তবয়স্ক ও লাইসেন্সবিহীন চালকদের বাইক ভাড়া দেওয়া হয়। এতে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় পর্যটক ও স্থানীয়রা দুর্ঘটনার শিকার হচ্ছেন। বিষয়টি নিয়ে কক্সবাজারের প্রশাসন বিভিন্ন সময় অভিযান পরিচালনা করলেও নিয়ম না মেনে এ বাইক ভাড়া দেওয়া হচ্ছে মেরিন ড্রাইভ সড়কে।