প্রাইভেটকার-পিকআপ ভ্যান সংঘর্ষে প্রাণ গেলো ওসির

ডেস্ক রিপোর্ট •

রাজধানীর তুরাগ থানার ওসি (তদন্ত) মো. শফিউল্লাহ ওরফে শফি পেশাগত দায়িত্ব পালন শেষে নারায়ণগঞ্জের আড়াই হাজারে বাসায় ফেরার পথে প্রাইভেটকারের সঙ্গে একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে আড়াই হাজার থানার পুড়িন্দা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ডিএমপি’র তুরাগ থানার ওসি মো. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে মো. শফিউল্লাহ তুরাগ থানা থেকে বের হয়ে প্রাইভেটকারে নারায়ণগঞ্জের পুড়িন্দা বাজার এলাকায় নিজের বাসায় ফিরছিলেন। এ সময় তাকে বহনকারী প্রাইভেটকারটি পুড়িন্দা বাজারে পৌঁছালে দ্রুতগতিতে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান শফিউল্লাহ। এ সময় আহত হন তার গাড়িচালক মো. সাগর। পরে দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যানটিকে হাইওয়ে পুলিশ আটক করেছে।

মেহেদী হাসান জানান, ২০০৫ সালে মো. শফিউল্লাহ বাংলাদেশ পুলিশ বাহিনীতে উপ-পরিদর্শক হিসেবে যোগদান করেন।

শফিউল্লাহর বয়স হয়েছিল ৪০ বছর। তিনি নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার পুড়িন্দা গ্রামের আজিজুল হকের ছেলে। তিনি স্ত্রী, দুই কন্যা ও এক ছেলে রেখে গেছেন।

শফিউল্লাহর আত্মীয় মো. নাসিম জানান, তার বড় মেয়ে সুচি চতুর্থ শ্রেণিতে পড়ে, মেজো মেয়ে জান্নাত প্রথম শ্রেণিতে পড়াশোনা করে। আর সাড়ে তিন বছরের একটি ছেলে রয়েছে।