চকরিয়ায় ৫ দিনে ১৭ আসামি আটক করলো হারবাং পুলিশ ফাঁড়ি!

কক্সবাজার জার্নাল প্রতিবেদক :

কক্সবাজারের চকরিয়ায় গেল পাঁচ দিনে ৩টি পৃথক অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় ১৭ আসামিকে গ্রেপ্তার করেছে হারবাং পুলিশ ফাঁড়ির আভিযানিক দল।

১৮ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুরে গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করেছে পুলিশ। এর আগে গেল শুক্রবার, শনিবার, সোমবার, মঙ্গলবার এবং বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, চকরিয়ার হারবাং বরইতলী এলাকার শাহেদ, মুনছুর, মিজানুর, জাকারিয়া, শহিদুল ইসলাম, জয়নাল আবেদীন, সজিত দেব নাথ, নুরুল আবছার, জালাল আহম্মদ, নুরুল ইসলাম, ইয়াছমিন আক্তার, বুলবুল আক্তার, মো. ছাদেক, মুন্নি আক্তার, আরাফাত হোসেন নিশাত ,আবদুল মান্নান,মো. ইউসুফ।

চকরিয়া থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিলো। পরে হারবাং পুলিশ ফাঁড়ির এসআই মহসীন চৌধুরী-পিপিএম সঙ্গীয় এএসআই রাজীব ধর ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘সম্প্রতি গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আদালতের সংশ্লিষ্ট বিচারক পৃথক পৃথক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আমরা গ্রেপ্তারি পরোয়ানামূলে আসামিদের গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।’