টেকনাফ র‌্যাবের অভিযানে মিয়ানমার সিগারেটসহ রোহিঙ্গা আটক

হুমায়ুন রশিদ, টেকনাফ :

কক্সবাজারের টেকনাফে র‌্যাব-৭ (টেকনাফ ক্যাম্পের) সদস্যরা অভিযান চালিয়ে বিপূল পরিমাণ মিয়ানমারের সিগারেটসহ এক বাস্তুচ্যুৎ রোহিঙ্গাকে আটক করেছে।

জানা যায়, ২৫ জানুয়ারী দুপুর আড়াইটায় র‌্যাব-৭, টেকনাফ ক্যাম্পের লেঃ মির্জা শাহেদ মাহতাব (এক্স), বিএন গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল নিয়ে উখিয়া উপজেলার কুতুপালং লম্বাশিয়া বাজারে জনৈক হাফিজুর রহমানের দোকানে অভিযান চালিয়ে লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প নং-১, ব্লক-১৪ এর বাসিন্দা নুর কবিরের পুত্র হাফিজুর রহমান (৩০) কে আটক করে।

আটক আসামীর স্বীকারোক্তিতে দোকান তল্লাশী করে আমদানী নিষিদ্ধ বার্মিজ প্রিমিয়াম গোল্ড, সিগারেট ৪০ হাজার ৩শ ৮০ পিস, মেনসন সিগারেট ৩১হাজার ৩শ ২০পিস এবং মারবেল সিগারেট ৮হাজার ২শ পিস মোট ৭৯ হাজার ৯শ পিস সিগারেট উদ্ধার করা হয়। যার মূল্য ৭লক্ষ ৯৯হাজার টাকা। সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল উখিয়া থানায় হন্তান্তর করা হয়েছে।