নিজস্ব প্রতিবেদক ◑
দীর্ঘ ১২ বছর পলাতক থাকার পর নুরুল আমিন (৩০) নামে হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভোররাতে রামু থানার ওসি আবুল খায়েরের নির্দেশনায় চান্দগাঁও পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
নুরুল আমিন রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ৯নং ওয়ার্ড করলিয়ামোরা এলাকার সাবের আহম্মদের ছেলে।
ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোশের্দ আলম বলেন, ‘নুরুল আমিনের বিরুদ্ধে হত্যা ও অস্ত্রসহ তিনটি মামলা রয়েছে। এরমধ্যে দুইটি রামু থানায় অপর একটি রায়েজিদ বোস্তামি থানায়। এছাড়া পিতার নাম মিল না থাকায় আরেকটি মামলায় থাকে আসামি করা যাচ্ছে না।
তিনি আরো বলেন, পুলিশ নুরুল আমিনকে দীর্ঘদিন ধরে খুঁজে বেড়াচ্ছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আত্মগোপনে থাকার কারণে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। গোপন সংবাদে জানা যায় নুরুল আমিন কালুরঘাট এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোররাতে নুরুল আমিনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার নুরুল আমিনকে আজ বৃহস্পতিবার বিকালে আদালতে প্রেরণ করা হবে জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-