উখিয়ায় জাল টাকাসহ আটক- ১

আবদুুুল্লাহ আল আজিজ,কক্সবাজার জার্নাল ::

উখিয়া – টেকনাফে অবস্থানরত রোহিঙ্গারা বাহ্যিক আয়ের লোভে পড়ে বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে পড়েছে। এদের কারনে স্থানীয়রাও বিপদগামী হচ্ছে। গতকাল মঙ্গলবার সকালে জাল টাকা লেনদেন করার সময় উখিয়া থানা পুলিশের উপ- পুলিশ পরিদর্শক নুরুল হক ও সোহেল নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে হাতে নাতে এক ব্যক্তিকে আটক করেছে।

উপ- পুলিশ পরিদর্শক নুরুল হক জানান, পালংখালী ইউনিয়নের থাইংখালীর হাকিম পাড়া ক্যাম্প সংলগ্ন এলাকায় সন্দেজনক ভাবে কলিমুল্লার ছেলে ইউনুছকে (২১) আটক করা হয়। তার দেহ তল্লাসি করে ৯৩ টি ১ হাজার টাকার জাল নোট উদ্ধার করেছে।
স্থানীয়রা জানান, ইয়াবা পাচারকারী রোহিঙ্গা চক্র এসব জাল নোট বাজারে ছড়াচ্ছে। উখিয়া থানার ওসি (তদন্ত) মোঃ খাইরুজ্জামান জানান, তার বিরুদ্ধে ২৫ এ স্পেশাল পাওয়ার ধারায় মামলা রুজু করা হয়েছে।