অভিষেকে টেস্টে জাকিরের সেঞ্চুরি

অনলাইন ডেস্ক:
প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভারতের বিপক্ষে তেমন সুবিধা না করতে পারেননি জাকির। তবে নিজেদের দ্বিতীয় ইনিংসে হাল ধরেছেন ওপেনার জাকির হাসান।
অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে শতক তুলে নেওয়া জাকিরই বাংলাদেশকে লড়াই টিকিয়ে রেখেছেন। চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে তিনি এই সেঞ্চুরির দেখা পেলেন।

২১৯ বলে ১৩ চার, এক ছয়ে ১০০ রান করেন জাকির হাসান।
চতুর্থ বাংলাদেশি হিসেবে টেস্ট অভিষেকে শতক তুলে নেন জাকির।

জাকিরের আগে আমিনুল ইসলাম ২০০০ সালে ভারতের সাথে বাংলাদেশের প্রথম টেস্টে করেছিলেন ১০৫ রান। মোহাম্মদ আশরাফুল নিজের প্রথম টেস্টে কলম্বোতে করেছিলেন ১১৪ রান। ২০১২ সালে খুলনায় আবুল হাসান রাজু উইন্ডিজের সাথে থেমেছিলেন ১১৩ রানে।

নভেম্বরের শেষ সপ্তাহে ২৪ বছর বয়সী এই ওপেনার ভারত ‘এ’ দলের সাথে করেছিলেন ১৭৩ রান। ৬২৩ মিনিট, ৪০২ বলের ইনিংসে এই ব্যাটার দেখান নিজের সামর্থ্য। তারপর এলো আজকের এই শতক।