আলী আকবরের শয়নকক্ষের মাটির নিচে মিললো এক লাখ ইয়াবা!

কক্সবাজার জার্নাল প্রতিবেদক •

কক্সবাজারের রামুতে অভিযান পরিচালনা করে এক লাখ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র‍্যাব -১৫।

১০ এপ্রিল রবিবার ভোর সাড়ে ৬টার রামুর খুনিয়াপালং ইউনিয়নের পেঁচারদ্বীপ মাংলাপাড়া আলী আকবর বুলুর বসতঘরে এ অভিযান পরিচালনা হয়।

এসময় মাদক কারবারি মৃত নজীর আহমদের ছেলে আলী আকবর বুলু (৪৫) কে আটক করে র‍্যাব। যার পুরাতন ঠিকানা জালিয়াপালং ইউনিয়নের উত্তর সোনারপাড়া এলাকায়। সে বর্তমানে খুনিয়াপালং ইউনিয়নের পেঁচারদ্বীপ মাংলাপাড়ায় বসতি গড়ে তুলেছে।

তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ বিল্লাল হোসেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের আভিযানিক দল অভিযান পরিচালনা করে আলী আকবরের বসত ঘরে অভিযান পরিচালনা করলে বসতঘরের শয়ন কক্ষে বিশেষ কায়দায় মাটির নিচে রক্ষিত অবস্থায় একটি চটের বস্তার ভিতর একলক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‍্যাব কর্মকর্তা আরও বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর জন্য রামু থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।