আর নয় বাসা থেকে অফিস

অনলাইন ডেস্ক ◑  এখন থেকে স্বাভাবিক সময়ের মতোই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে হবে সরকারি চাকরিজীবীদের।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন এ তথ্য নিশ্চিত করেছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সব মন্ত্রণালয়কে এ নির্দেশনা কার্যকর করতে বলা হয়েছে বলেও জানান তিনি।

সচিব বলেন, এখন থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিক নিয়মে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস করতে হবে। বাসায় থেকে কিংবা রোস্টারে কাজ করার আর কোনো সুযোগ নেই।

তবে অসুস্থ, বয়স্ক ও সন্তান সম্ভবা কর্মকর্তারা অফিসে আসতে পারবেন না, নির্দেশনায় সেটাও বলা হয়েছে বলে জানান শেখ ইউসুফ হারুন।

অন্যদিকে, সরকারি সব কর্মকর্তা-কর্মচারীকে আগের মত সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস করতে হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকেও মন্ত্রণালয়গুলোকে নির্দেশনা দেয়া হয়েছে৷

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, এ বিষয়ে আমরা আগেই নির্দেশনা দিয়েছি।

উল্লেখ্য, করোনাভাইরাস ইস্যুতে বাসা থেকে কাজ করার সুযোগ পেয়েছিলেন সরকারি অনেক চাকরিজীবী।