ঈদগাঁওতে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ সাত জনকে জরিমানা

ঈদগাঁও প্রতিনিধি :

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার বিভিন্ন অভিযোগে ৩ চেয়ারম্যান পদপ্রার্থীসহ ৭ জনকে বিভিন্ন অংকের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

১৮ এপ্রিল (বৃহস্পতিবার) বিকেল ২ টা থেকে রাত ৮টা পর্যন্ত ইসলামাবাদ, জালালাবাদ, পোকখালী ইউনিয়নে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির জানান, ঈদগাঁও উপজেলার ৫ ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে নিয়োজিত ভ্রাম্যমাণ আদালতের একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট নির্বাচনী এলাকায় পরিদর্শন করেছে। এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল ইসলাম, ফখরুদ্দিন কাজল ফরাজী, মোহাম্মদ সাইফুদ্দিন, সাধারণ সদস্য জুনায়েদ হোসেন জিকু, কামাল হোসেন রফিকুল ইসলাম ও সংরক্ষিত নারী সদস্য সাবিয়া আক্তারকে সর্বমোট ১৩ তের হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাচন অফিসার মোহাম্মদ হুমায়ুন কবীর।

উল্লেখ্য আগামী ২৮ এপ্রিল ঈদগাঁও উপজেলার ইসলামপুর, পোকখালী, ইসলামাবাদ, জালালাবাদ, ঈদগাঁও ইউনিয়নের বহুল কাঙ্ক্ষিত সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।