উখিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় ভোটার দিবস পালিত

ইমরান আল মাহমুদ:


“সঠিক তথ্যে ভোটার হবো,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো”- এ প্রতিপাদ্য নিয়ে উখিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

শনিবার(২ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে তরুণ ভোটারদের উপস্থিতিতে র‍্যালি অনুষ্ঠিত হয়। বেলুন উড়িয়ে জাতীয় ভোটার দিবসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন।

সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্যে ইউএনও বলেন,”ভোটার দিবস সরকার যে উদ্দেশ্যে পালন করছে সে তাৎপর্য বুঝতে হবে। ভোট যেনো ভালো জনপ্রতিনিধিকে প্রদান করা হয়। টাকার বিনিময়ে ভোট বিক্রি যাতে না হয় সেটি একজন সচেতন ভোটারের নৈতিক দায়িত্ব। বাংলাদেশের অন্য উপজেলার চেয়ে উখিয়া উপজেলা তে একটু ব্যতিক্রম। কারণ, এখানে রোহিঙ্গাদের বসবাস রয়েছে। রোহিঙ্গারা যাতে ভোটার হতে না পারে সে বিষয়টি সবার নজর রাখতে হবে। সরকারি বিভিন্ন সংস্থার সমন্বয়ে যাচাই-বাছাই টিম রয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ উল্লাহ, উখিয়া থানার ওসি (তদন্ত) নাছির উদ্দীন মজুমদার,উখিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমদ,উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা আবু তালেব, প্রাণিসম্পদ কর্মকর্তা সহ প্রমুখ উপস্থিত ছিলেন।