উখিয়ায় র‍্যাব ও পুলিশের পৃথক অভিযানে ইয়াবা নিয়ে রোহিঙ্গাসহ আটক ৪

আবদুল্লাহ আল আজিজ • কক্সবাজার জার্নাল

নবগঠিত র‍্যাব-১৫ রামু ক্যাম্প ও উখিয়া থানা পুলিশের পৃথক অভিযান চালিয়ে ৩৯ হাজার ৯৬০ পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে।

বুধবার দিবাগত রাত ৩টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের গৌজঘোনা এলাকায় ও বিকাল ৩টায় গয়ালমারা এলাকায়  অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে ৩৯ হাজার ৯৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো, উপজেলার থাইংখালী ঘোনারপাড়া এলাকার মৃত মকবুল আহমদের ছেলে জানে আলম (৩৮) ও নুরুল ইসলামের ছেলে নুর মোহাম্মদ আব্বুইয়া(১৬), ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-১ ব্লকের আজীম আলীর ছেলে মো. ইয়াছিন (৩৩) ও বান্দরবান সদর থানার বনরোপা পাড়ার মৃত চান মিয়ার ছেলে নুরুল আলম (৫০)।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার শাহ আলম ও উখিয়া থানার তদন্ত (ওসি) নুরুল ইসলাম মজুমদার জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে আটক ব্যক্তি এবং উদ্ধার ইয়াবাগুলোকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক দ্রব্য নিরোধ আইনে মামলা দিয়ে তাদেরকে জেল হাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে বলে জানা যায়।