উখিয়ায় ১২ ফুট লম্বা কিং কোবরা উদ্ধার!

ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল :


উখিয়ার কুতুপালং বাজারে অভিযান পরিচালনা করে সাপুড়ে থেকে ১২ফুট লম্বা একটি কিং কোবরা সাপ উদ্ধার করেছে বনবিভাগ।

শুক্রবার(৩ মে) বিকেলে গোপন সংবাদ পেয়ে সাপুড়ের কবল থেকে সাপটি উদ্ধার করা হয়।

জানা যায়, কিং কোবরা বর্তমানে বিলুপ্তপ্রায়। একদল সাপুড়ে সাপটি বন্দি করে মানুষকে সাপের খেলা দেখানোর নাম দিয়ে অবৈধভাবে ব্যবসা কার্যক্রম চালিয়ে আসছে।

সাপ উদ্ধারের সময় থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ সহ বনবিভাগের স্টাফ ও সাপ উদ্ধার টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানান,”গোপন সংবাদের ভিত্তিতে কুতুপালং বাজারে সাপুড়ের কবল থেকে ১২ফুট লম্বা একটি কিং কোবরা উদ্ধার করা হয়েছে। উদ্ধার পরবর্তী কক্সবাজার দক্ষিণ বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে সাপটি ডুলাহাজারা সাফারি পার্কে প্রেরণ করা হয়। শনিবার সাপটি পার্ক কর্তৃপক্ষ অবমুক্ত করেন।”

তিনি জানান,”বনের ভেতর থেকে অবৈধভাবে সাপ ধরা নিষিদ্ধ। সবাইকে বন্যপ্রাণী রক্ষায় আরও সচেতন হওয়ার অনুরোধ জানাচ্ছি। অন্যথায় জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে পরিবেশের মারাত্মক ক্ষতি সাধিত হবে।”