উখিয়াসহ জেলায় আ’লীগের ত্রাণ কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পেলেন যারা

কক্সবাজার জার্নাল ◑

ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগ ও সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সমন্বয়ে গঠিত ত্রাণ কমিঠিকে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য উখিয়া উপজেলায় দায়িত্বপ্রাপ্ত নেতারা হলেন জনাব শাহ আলম চৌধুরী রাজা, জনাব আদিল উদ্দিন চৌধুরী ও জনাব মাহামুদুল হক চৌধুরী। একই ভাবে অন্যান্য উপজেলা ও পৌরসভায় দায়িত্বপ্রাপ্তরা হলেন,

*টেকনাফ উপজেলা
১। আবদুর রহমান বদি
২। মোঃ শফিক মিয়া
৩। ইউনুস বাঙ্গালী
৪। সোনা আলী
৫। বদরুল হাসান মিল্কী
৬। মিজানুর রহমান
৭। রশিদ আহমদ।

*রামু উপজেলা
১। সাইমুম সরওয়ার কমল এমপি
২। জাফর আলম চৌধুরী
৩। এড.নুরুল ইসলাম
৪। নাজনিন সরওয়ার কাবেরী
৫। এড.সুলতানুল আলম
৬। নুসরাত জাহান মুন্নি।

*সদর উপজেলা
১। কানিস ফাতেমা আহমদ এমপি
২। এড.বদিউল আলম সিকদার
৩। এড.আব্বাস উদ্দিন চৌধুরী
৪। মাহাবুবুর রহমান চৌধুরী
৫। এড.আয়াছুর রহমান
৬। খোরশেদ আলম
৭। ইন্জিনিয়ার বদিউল আলম।

*চকরিয়া,মাতামুহুরি (সাংগঠনিক) উপজেলা ও চকরিয়া পৌরসভা *
১। রেজাউল করিম
২। এস এম কামাল উদ্দিন
৩। শফিকুল কাদের শফি
৪। কমর উদ্দিন আহমদ
৫। খালেদ মাহামুদ মিথুন
৬। এটিএম জিয়া উদ্দিন চৌধুরী
৭। আমিনুর রশীদ দুলাল
৮। মিজানুর রহমান।

*পেকুয়া উপজেলা
১। এড.কামাল হোসেন
২। মোহাম্মদ হোসেন বিএ
৩। গিয়াস উদ্দিন চৌধুরী
৪। জি এম আবুল কাসেম
৫। উম্মে কুলসুম মিনু।

*মহেশখালী উপজেলা
১। আশেক উল্লাহ রফিক এমপি
২। এম আজিজুর রহমান
৩। আলহাজ্ব মকছুদ মিয়া
৪। এড.আবদু রউফ
৫। ড.নুরুল আবছার।

*কুতুবদিয়া উপজেলা
১। এড.ফরিদুল ইসলাম চৌধুরী
২। খোরশেদ আলম কুতুবী
৩। শফিউল আলম কুতুবী।
*কক্সবাজার পৌরসভা
১। এড.রনজিদ দাশ
২। মাশেদুল হক রাশেদ
৩। নুরুল আবছার
৪। আবদুল খালেক
৫। এড.ফরিদুল আলম (পি. পি)
৬। কাজি মোস্তাক আহমদ শামিম
৭। এড.তাপস রক্ষিত
৮। হেলাল উদ্দিন কবির
৯। এম এ মন্জুর
১০। আবু তাহের আজাদ
১১। এড.অরুপ বড়ুয়া তপু।