উখিয়ায় অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান, জরিমানা আদায়!

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ায় অপ্রাপ্তবয়স্ক চালক ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উখিয়া ট্রাফিক পুলিশ।

সোমবার(২৩ মে) দিনব্যাপী অভিযানের নেতৃত্ব দেন উখিয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ পলাশ চন্দ্র সাহা।

এসময় সড়ক দুর্ঘটনা রোধে অপ্রাপ্তবয়স্ক চালক, ফিটনেসবিহীন যানবাহনকে আইনের আওতায় আনা হয়। উপজেলার কোটবাজার, মরিচ্যা বাজারে অভিযান চালিয়ে ২২টি যানবাহনকে ৩০হাজার টাকা জরিমানা করে ট্রাফিক পুলিশ।

উখিয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ পলাশ চন্দ্র সাহা জানান,সোমবার উখিয়ার বিভিন্ন স্টেশনে অবৈধ যানবাহন ও অপ্রাপ্তবয়স্ক চালকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২২টি যানবাহন জব্দ করে ২টি মামলায় ৩০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সড়ক দুর্ঘটনা রোধে যানবাহন চালকদের সচেতন করার কার্যক্রম অব্যাহত রয়েছে।