উখিয়ায় একলাখ বিশ হাজার ইয়াবাসহ আটক ৩

কক্সবাজার জার্নাল প্রতিবেদক •

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ১লাখ ২০হাজার পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গা পাচারকারীকে আটক করেছে র‍্যাব-১৫ সদস্যরা।

বুধবার(১৪ সেপ্টেম্বর) দুপুরে পালংখালী ইউনিয়নের থাইংখালী হাকিমপাড়া এলাকায় একটি চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করা হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন র‍্যাব-১৫ সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন।

তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে থাইংখালী হাকিমপাড়া নুরুল হাকিমের চায়ের দোকানের সামনে অবস্থান নেয় র‍্যাব-১৫ এর একটি আভিযানিক টিম। পরে মাদক ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানরত তিন রোহিঙ্গা পাচারকারীকে ধৃত করলে পালানোর চেষ্টা করে। এসময় তিনজন রোহিঙ্গাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হলো,কুতুপালং ক্যাম্প-১ এর বদরুদ্দোজার ছেলে মো. সেলিম(৩০),একই ক্যাম্পের ডি-১১ ব্লকের আব্দুস সালামের ছেলে সৈয়দ করিম(২৩) ও ডি-১০ ব্লকের নুর মোহাম্মদের ছেলে মো. মাহামুদুল হক(২০)।

এসময় তাদের দেহ তল্লাশি করে কৌশলে লুকানো প্রতিজন থেকে ৪০হাজার পিস করে ১লাখ ২০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সীমান্তের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করেছে মর্মে স্বীকারোক্তি দিয়েছে।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে এজাহার দাখিল করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।