উখিয়ায় বিপুল পরিমাণ কোমল পানীয় ধ্বংস

ইমরান আল মাহমুদ,উখিয়া •


উখিয়া উপজেলায় ভেজালরোধে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে সোমবার (১১ই জানুয়ারি) সকাল ১০টায় থাইংখালী বাজার পরিদর্শন করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক নুরুল আলম।

এসময় বিভিন্ন রেস্টুরেন্ট,সিগারেট কোম্পানির গোডাউনে কর্মরত কর্মচারীদের স্বাস্থ্য শিক্ষা প্রদান করা হয়। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক পরিধান করতে পরামর্শ করা হয়। উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক নুরুল আলম জানান,সোমবার থাইংখালী বাজারে বাজার মনিটরিং করা হয়। এসময় বশর কুলিং কর্ণারে মেয়াদোত্তীর্ণ বিপুল পরিমাণ কোমল পানীয় নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৫৫(০৩) ধারা মোতাবেক ধ্বংস করা হয়েছে বলে জানান তিনি। এবং ভেজাল খাদ্য রোধে সবাইকে সতর্ক করা হয় বলে জানান।

তবে,বিগত দিনেও বিভিন্ন স্টেশনের হোটেল রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় সহ স্বাস্থ্য সতর্কতামূলক পরামর্শ প্রদান করে উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক। ভবিষ্যতে ভেজাল রোধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।