উখিয়ায় লকডাউন বাস্তবায়নে হার্ডলাইনে প্রশাসন

ইমরান আল মাহমুদ,উখিয়া •


প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ রোধে উখিয়া উপজেলায় কঠোর বিধিনিষেধ আরোপ করেছে উপজেলা প্রশাসন।

রবিবার(২৩ মে) উখিয়া উপজেলা প্রশাসন লকডাউন বাস্তবায়নে মাঠে নামে। এসময় বাইরের উপজেলা থেকে আসা যানবাহন আটকে দেওয়া হয়। জনসচেতনতামূলক প্রচারাভিযান পরিচালনা করা হয়।

লকডাউন বাস্তবায়নে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী বলেন,দিন দিন মহামারী আকারে ধারণ করা করোনা ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে সবাইকে আরও সচেতন হতে হবে। অযথা কেউ বাইরে ঘুরাফেরা করবেন না। বাইরের যানবাহন নিয়ন্ত্রণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ বলেন,উখিয়া উপজেলায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউন ঘোষণা করা এলাকায় বাইরের যানবাহন ও লোকজনের আসা যাওয়া বন্ধ থাকবে। সন্ধ্যা ৭টার পর জরুরী ব্যতীত সব দোকানপাট বন্ধ থাকবে।

এসময় উপজেলা সহকারী কমিশনার(ভুমি), উখিয়া থানা পুলিশ,ট্রাফিক পুলিশ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।