এবার করোনায় আক্রান্ত হলেন কক্সবাজার সদর হাসপাতালের এক চিকিৎসক

মহিউদ্দিন মাহী ◑

করোনাভারাসে এবার আক্রান্ত হয়েছেন কক্সবাজার সদর হাসপাতালের এক চিকিৎসক। যদিও তিনি কক্সবাজারে কোন রোগিকে চিকিৎসা দিয়ে আক্রান্ত হননি। তিনি কক্সবাজার সদর হাসপাতালের কার্ডিওলজি বিভাগের জুনিয়র কনসালটেন্ট (হৃদরোগ বিশেষজ্ঞ) হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে

শুক্রবার (১ মে) চট্টগ্রামের লোহাড়াগায় নিয়মিত চেম্বারে রোগি দেখতে গিয়েছিলেন ওই চিকিৎসক। সেখান থেকে ফেরে কক্সবাজার সদর হাসপাতালে করোনা স্যাম্পল দেন তিনি। আজ মঙ্গলবার (৫ মে) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে তাঁর করোনা পরীক্ষায় ‘পজিটিভ আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায় ও উপ-পরিচালক ডা. মোহাম্মদ মহিউদ্দিন।