এমপি জাফর আলমকে এলাকা ত্যাগের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক •


কক্সবাজার ১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলমকে নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি) ।

চতুর্থ ধাপের নির্বাচনে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় এবং আচরণবিধি যাতে লঙ্ঘিত না হয় সেজন্য তাকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছেন। শনিবার ২৫ ডিসেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব মো.আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নির্দেশ জারি করা হয়।

নির্দেশনায় জানানো হয়েছে, ইউনিয়ন পরিষদ (নির্বাচনী আচরণ) বিধিমালা ২০১৬ এর ২২ বিধি অনুযায়ী স্থানীয় সংসদ সদস্যরা স্থানীয় নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারে না। যেহেতু তিনি বিধি বহির্ভূতভাবে বিভিন্ন নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করে বক্তব্য দিয়েছেন তাই সংসদ সদস্যকে শনিবারের (২৫ ডিসেম্বরের) মধ্যে নির্বাচনী এলাকা (চকরিয়া-পেকুয়া) ত্যাগ করার নির্দেশ দিয়েছেন।

চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার মো.শহিদুল ইসলাম বিষয়টি কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলমকে জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন।