কক্সবাজারে এলএ শাখার ফের ২ শীর্ষ দালাল আটক


নিজস্ব প্রতিবেদক ◑

কক্সবাজার ভূমি অধিগ্রহণ শাখার ফের দুই শীর্ষ দালালকে গ্রেফতার করেছে দুদক।

সোমবার দুদকের একটি দল নিজস্ব
অফিস ও বাসা থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার শহরের পেশকার পাড়ার ছিদ্দিক উল্লাহর পুত্র সালাহ উদ্দিন ও দক্ষিণ রুমালিয়ার ছড়ার শাহ আলমের পুত্র মো. কামরুল ইসলাম।

অভিযানে নেতৃত্ব দেন দুদক চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ সহকারী পরিচালক মোঃ শরিফ উদ্দিন। সহযোগিতা করেন

তিনি জানান, ভূমি অধিগ্রহণ শাখার জমি অধিগ্রহণের টাকা উত্তোলনে আদায় করা বিপুল ঘুষের টাকাসহ সার্ভেয়ার ওয়াসিম আটকের ঘটনায় দায়ের করা মামলায় তদন্তে সম্পৃক্ত পাওয়া যায় সালাহ উদ্দীন ও কমরুদ্দিনের। তার অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হোটেল নিরিবিলি ও বাসা থেকে তাদের গ্রেফতার সক্ষম হন দুদকের দল।

তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকার মুল চেক, আবেদনের মুল কপিসহ ভুমি অধিগ্রহনের গুরুত্বপূর্ণ নথি জব্দ করা হয়।

দুদক চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ সহকারী পরিচালক মোঃ শরিফ উদ্দিন বলেন, গ্রেফতার হওয়া দুইজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি দুদক আরেক শীর্ষ দালাল মহেশখালীর শাপলাপুরে বারিয়াপাড়ার সেলিম উল্লাহকে গ্রেফতার করা হয়। বর্তমানে কারান্তরীণ সার্ভেয়ার ওয়াসিম ও সেলিম রিমান্ডে রয়েছে।