ভেঙ্গে দিলো মনজুর প্লাজার কিছু অংশ

কক্সবাজারে কউকের উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক

অবৈধ স্থাপনার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ।

২ অক্টোবর (বুধবার) দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ এর নেতৃত্বে জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় কক্সবাজার শহরের পানবাজার সড়কের মনজুর প্লাজায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় পানবাজার সড়কের হাজী মনজুরের মালিকানাধীন ঝুঁকিপূর্ণ ভবনটি ৪র্থ তলার নির্মাণ কাজ চলমান রাখায় ইতোপূর্বে তাকে ঝুঁকিপূর্ণ ভবনের নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য বিভিন্ন ধারার নোটিশ প্রদান করা হয়। কিন্তু তারপরও নির্মাণ কাজ চালিয়ে যাওয়ায় উক্ত ঝুঁকিপূর্ণ ভবনের কিছু অংশ ভেঙ্গে দেয়া হয়। এছাড়া নিরাপত্তার স্বার্থে উক্ত ভবনের দোকান মালিকদেরকে দোকান ছেড়ে দেয়ার জন্য ১ (এক) মাসের সময় দেয়া হয়।

এ ব্যাপারে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্নেল (অব:) ফোরকান আহমদ বলেন, পরিকল্পিত পর্যটন নগরী বাস্তবায়নে অবৈধ স্থাপনার বিরুদ্ধে কউকের অভিযান অব্যাহত থাকবে।