কক্সবাজারে ছিনতাই চক্রের মূলহোতা সালমান গ্রেফতার

কক্সবাজার জার্নাল ডটকম :

কক্সবাজার পৌরসভার ছিনতাই চক্রের মূলহোতা “সালমান ওরফে সালমান শাহ্’কে আটক করেছে র‍্যাব ১৫।

শুক্রবার(২৯ মার্চ) বিকেল ৩ টার দিকে কক্সবাজার সদর থানাধীন টেকনাইফ্যাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব ১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার আইন ও গণ মাধ্যম পরিচালক মোঃ আবু সালাম চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গেলো ২৩ মার্চ দুই বন্ধু নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে রুমালিয়ার ছড়া পুলিশ ফাঁড়ির কাছাকাছি পৌঁছালে কক্সবাজার পৌরসভার আলোচিত ছিনতাই চক্রের মূলহোতা সালমান শাহ্’সহ আরও অজ্ঞাতনামা ২/৩ জন ছিনতাইকারী দেশীয় অস্ত্র নিয়ে তাদের গতিরোধ করে ছিনতাই করে।

র‍্যাব আরো জানায়, সালমান শাহ্’র নেতৃত্বে ছিনতাই চক্রের অন্যান্য সদস্যদের সহযোগিতায় রাতের বেলায় শহরের বিভিন্ন অলি-গলিতে অবাধে ঘুরে বেড়ায় এবং সুবিধামত স্থানে, রাস্তার চিপা গলি ও নির্জন পয়েন্টগুলোতে দেশীয় অস্ত্র-শস্ত্র দ্বারা জনসাধারণকে ভয়ভীতি প্রদর্শন করে টাকা-পয়সা, মোবাইল, হাতঘড়ি ও স্বর্ণালংকার ছিনতাই করাসহ নানা প্রকার অপরাধমূলক কর্মকান্ড করে থাকে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় বিভিন্ন অপরাধে ৫টি মামলা রয়েছে।