কক্সবাজারে নিত্যপণ্যের দাম বাড়তি: টাঙ্গানো হয়নি মূল্য তালিকা

সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল ◑
রমজানের শুরুতেই কক্সবাজার শহরের কাঁচাবাজারে নিত্যপণ্যের দাম বাড়তি দামে বিক্রি করা হচ্ছে। দোকানে এখনো টাঙ্গানো হয়নি পণ্যের সঠিক দাম দ্রব্যমূল্যে তালিকা। গেল সপ্তাহের তুলনায় প্রতিটি পণ্যদ্রব্যে কেজিতে ১০ থেক ১৫ টাকা বাড়তি দামে বিক্রি করছে ব্যবসায়ীরা।

তবে কয়েকটি বাজারে দ্রব্যমূল্যের তালিকায় কাঁচাবাজারসহ বিভিন্ন পণ্যের নাম লেখা থাকলেও টাকার অংশটি খালি রয়েছে। এতে কৌশলে হয়রানির শিকার হচ্ছে মানুষ। অনেকেই অাবার টাঙনো তালিকা মূল্য অনুযায়ী বিক্রিও করছে না।

এদিকে রমজানে মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, প্রত্যেক দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করা নির্দেশনা দেয়া রয়েছে প্রশাসনের। অন্যথায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে ওইসব ব্যবসায়ীকে জরিমানা আওতায় আনবে।

জানা যায়, বাজার মালিক সমিতি, খুচরা এবং পাইকারি বিক্রেতাসহ সংশ্লিষ্ট সবাইকে পবিত্র রমযানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে প্রশাসনের পক্ষে থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও প্রতিটি কাঁচাবাজার ও দোকানে মূল্য তালিকা টাঙ্গিয়ে দিতে ও ডিজিটাল ওজন পরিমাপক মেশিন স্থাপন ও পরিষ্কার পরিচ্ছন্নতাসহ নানা বিষয়ে নির্দেশনা রয়েছে।

প্রশাসন সূত্রে আরও জানা যায়, বাজার করতে সাধারন মানুষ ক্রেতাও যেন হয়রানির শিকার না হয়। বাড়তি মূল্য আদায়সহ বেচাকেনায় কেউ কষ্ট পাই এমন অভিযোগ পাওয়া সাথে সাথেই অভিযান পরিচালনা করা হবে। কোন ভাবেই ছাড় দেয়া হবে না।

গতকাল শহরের বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, পিটিস্কুল বাজার, কালুর দোকান বাজার ও কানাই বাজার, বাহারছড়া বাজারসহ বেশির ভাগ বাজার ও দোকানে সঠিক দ্রব্য মূল্যের তালিকা টাঙ্গানো হয়নি। যে কয়েকটি দোকান ও বাজারে দেখা গেছে তাতে দাম বেশি বলে ধারণা করেন এলাকার সাধারণ মানুষ।

তবে কয়েকদিনের ব্যবধানে চাল, অালু, ডাল, অাদা, রসুন বেগুন, চিনি, টমেটো পেঁয়াজসহ কিছু কিছু পণ্যের দাম আগের চেয়ে বাড়তি দামে বিক্রি করছে কিছু অসাধু ব্যবসায়ীরা। তারা বলেন, হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় দামও বেড়েছে। পাইকারী বাজারে দাম বেড়ে যাওয়ায় খুচরা বাজারেও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।

এদিকে সম্প্রতি রমজান শুরু হওয়ার অাগে দিন মাঠে নেমেছে জেলা প্রশাসনের ভ্রম্যমান অাদালত। শুরুতেই অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি ও দোকানে দ্রব্যমূল্যের তালিকা না রাখায় দুইটি দোকানকে জরিমানা করা হয়েছে। অাভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কক্সবাজার সদর সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ শাহরিয়ার মুক্তার।

এসময় রমজানে দ্রব্য মূল্যে সহনীয় রাখতে ও দোকানে দ্রব্য মূল্যের তালিকা টাঙ্গানোর জন্য নির্দেশ দেন। পাশাপাশি ব্যবসায়িদের পণ্যের সঠিক দাম মূল্য তালিকায় টাঙ্গিয়ে রাখা, কোন ভাবেই দাম বাড়িয়ে না রাখা এবং সাধারণ মানুষকে হয়রানী না করার জন্য ব্যবসায়িদের প্রতি নির্দেশ দেন। এর ব্যতিক্রম হলে আইনের আওতায় আনা হবে বলেও জানান। জেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমান আদালত অব্যাহত থাকবে।