কক্সবাজারে পুলিশের অভিযানে গ্রেফতার-২৭

বার্তা পরিবেশক :

কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ২৭ জন আসামীকে আটক করেছে পুলিশ। গত ৭ আগস্ট সকাল ৮টা হতে ৮ আগস্ট সকাল ৮টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হল

১। এস. কে বোরহান,পিতা-মোঃ ইকবাল @ ইকবাল মাস্টার,সাং-মধ্যম বাহাড়ছড়া,১০ নং ওয়ার্ড,থানা ও জেলা-কক্সবাজার।

২।মোঃ শাহজাহান,পিতা-জাকের আহমদ,সাং-পালংখালী,থানা-উখিয়া,জেলা-কক্সবাজার।

৩।দিদারুল আলম,পিতা-মৃত মোঃ আবু তাহের,সাং-ভিমপুর,০৪ নং ওয়ার্ড,হোসেন আলী ডাক্তার বাড়ী,থানা-চাটখিল,জেলা-নোয়াখালী।

৪।মোঃ ইব্রাহিম,পিতা-মোঃ জাফর,সাং-সমিতিপাড়া, থানা ও জেলা-কক্সবাজার।

৫। খতিজা বেগম,স্বামী-সাহাব উদ্দিন,সাং-টেকপাড়া, থানা ও জেলা-কক্সবাজার।

৬।হামিদা বেগম,স্বামী-আব্দুল শুক্কুর,সাং-আলি কদম,থানা ও জেলা-বান্দরবান।

৭।আমেনা বেগম,স্বামী-মোঃ জসিম,সাং-সমিতি পাড়া, থানা ও জেলা-কক্সবাজার।

৮।আয়াতাবা,পিতা-কবির আহম্মদ,সাং-পল্লন পাড়া,থানা-টেকনাফ,জেলা-কক্সবাজার।

৯।রোকেয়া আক্তার,পিতা-মোঃ শরিফ,সাং-সমিতি পাড়া, থানা ও জেলা-কক্সবাজার।

১০।সুমাইয়া,পিতা-মৃত আল-আমিন,সাং-আজিজ নগর,থানা-চকরিয়া,জেলা-কক্সবাজার।

১১।আরিফ উদ্দিন,পিতা-মৃত মোক্তার আহম্মদ,সাং-পানিরকুপ,নুনিয়ারছড়া, থানা ও জেলা-কক্সবাজার।

১২। শহিদুল ইসলাম,পিতা-মৃত জালাল আহম্মদ,সাং-সাং-রশিদ নগর,থানা-রামু,জেলা-কক্সবাজার।

১৩।মোঃ হোসেন,পিতা-নুরুল বশর,সাং-নতুন অফিস,ইসলামপুর,থানা ও জেলা-কক্সবাজার।

১৪। রুমা আক্তার,পিতা-সুলতান আহম্মদ,সাং-কুতুপালং,থানা-উখিয়া,জেলা-কক্সবাজার।

১৫।মোঃ আল-আমিন,পিতা-মোঃ সেলিম,সাং-সমিতি পাড়া,থানা ও জেলা-কক্সবাজার।

১৬। মোঃ ইসমাইল,পিতা-ছৈয়দ আলম,সাং-পূর্ব ভোমরিয়াঘোনা,০৯ নং ওয়ার্ড,ঈদগাঁও,থানা ও জেলা-কক্সবাজার।

১৭।ফারুক @ রুবেল @ কিরনমালা,পিতা-মৃত মোহাম্মদ শফি,সাং-খোনকার পাড়া,থানা-চকরিয়া,জেলা-কক্সবাজার।

১৮।মোহাম্মদ নেছার,পিতা-মৃত জাবের আহাম্মদ,সাং-কেদারবন পাড়া,০৫ নং ওয়ার্ড,ফাইতং,থানা-লামা,জেলা-বান্দরবান।

১৯।মেহেদী হাসান @ আরাফাত,পিতা-মোহাম্মদ সেলিম,সাং-বৈদ্যঘোনা(আমিন ফকির মাজারের পাশের্^) খাজা মঞ্জিল,থানা ও জেলা-কক্সবাজার।

২০। মোহাম্মদ রফিক,পিতা-মৃত মোঃ মোজাহের মিয়া,সাং-টি এন্ড টি ধইল্যাঘোনা ০২ নং ওয়ার্ড,রাজাপালং ইউপি,থানা-উখিয়া,জেলা-কক্সবাজার।

২১। কামরুল হাসান @ কালু,পিতা-হাসান আলী,সাং-মধ্যম কলাতলী,১২ নং ওয়ার্ড,থানা ও জেলা-কক্সবাজার।

২২।মোঃ আলম,পিতা-মৃত কবির আহম্মদ,সাং-বড় বাজারা(পেশকার পাড়া প্রাইমারি স্কুলের পাশে রমজান আকতারের বাড়ী), থানা ও জেলা-কক্সবাজার।

২৩। দিদারুল আলম @ টিটু,পিতা-মৃত মোজাহের,সাং-মিয়াপাড়া,০৪ নং ওয়ার্ড,(জমিদার বাড়ী) থানা-পেকুয়া, জেলা-কক্সবাজার।

ওয়ারেন্ট সংক্রান্ত আসামী-

১।সাহাব উদ্দিন,পিতা-কালু মিয়া,সাং-সৈকত পাড়া,থানা ও জেলা-কক্সবাজার।

২। রাশেদুল ইসলাম,পিতা-শামসুল আলম,সাং-পূর্ব গজালিয়া,রাজঘাট,ইসলামাবাদ,থানা ও জেলা-কক্সবাজার।

৩।মিজানুর রহমান,পিতা-আমির হোছন,সাকেরপাড়া,ভারুয়াখালী,থানা ও জেলা-কক্সবাজার।

৪।মোঃ হোসেন দুলু,পিতা-নুরুল হক,সাং-উত্তর নুনিয়ারছড়া,থানা ও জেলা-কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ফরিদ উদ্দিন খন্দকার (পিপিএম) তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে