কক্সবাজারে পুলিশের অভিযানে আটক-৪১

কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ৪১ জন আসামীকে আটক করেছে পুলিশ। গত ১৮ আগস্ট সকাল ৮টা হতে ১৯ আগস্ট সকাল ৮টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হল…

কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-৬০, ধারা-মানব পাচার ও প্রতিরোধ দমন আইনের ১২/১৩।
——————————————-
১। রহিম উল্যা (৪২) পিতা-জালাল আহম্মদ, মাতা-মৃত গোল বাহার, সাং-লাইট হাউজ পাড়া, ১২ নং ওয়ার্ড, উঠনি, ডলিমের বাড়ী, থানা ও জেলা-কক্সবাজার।

২। তৌহিদুল ইসলাম (২০) পিতা-মৃত গিয়াস উদ্দিন, মাতা-রোজিনা আক্তার, সাং-বালুরচর, ০৫নং ওয়ার্ড, গিয়াস উদ্দিনের বাড়ী, ডুলহাজরা, থানা-চকরিয়া, কক্সবাজার

৩। মোসাঃ সুমি প্রকাশ নুপুর (২৪),পিতা-মৃত সব্দের আলী, মাতা-জাহানারা বেগম,সাং-মাধবপুর (কাশেমের বাড়ী), থানা-হোমনা,জেলা-কুমিল্লা। বর্তমান ৩৬০/এ বাসাবো খিলগাঁও-১২১৯,ঢাকা সিটি কর্পোরেশন, ঢাকা, মোবাইল-০১৯৮৮৫৮৪১৭৬,

৪। ফারজানা আক্তার (২১),পিতা-মৃত দুলাল প্রধান,মাতা-সূর্যবান বেগম,সাং-বালুচর,০৮ নং ওয়ার্ড,(মোল্লা বাড়ী)থানা-উত্তর মতলব,জেলা-চাঁদপুর। বর্তমান-ফ্রি পোর্ট,নিওমারী বড় মিয়ার বিল্ডিং, আল-আমিনের বাসা, থানা-ইপিজেড, সিএমপি, চট্টগ্রাম।

৫। নাহিদা সুলতানা (১৯),পিতা-মুন্সি, আব্দুল বাদশা (সৎ বাবা), মাতা-রাশেদা বেগম, স্বামী-রফিক আলম, সাং-শহীদ পাড়া, ০৪ নং ওয়ার্ড, চাঁদগাও, সিএমপি, চট্টগ্রাম। নানার বাড়ী বালিগো পাড়া, ঠাকুর দিঘী, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম।

৬। বিলকিস আক্তার বৃষ্টি (১৯) পিতা-মৃত কবির হোসেন, মাতা-মৃত সাহিদা বেগম, সাং-বড় ধর্মপুর, চন্ডিমুরা, থানা-লালমাই, জেলা-কুমিল্লা।

৭। লিজা আক্তার (২৩) পিতা-মোঃ দুলাল মিয়া, মাতা-মৃত রাবেয়া বেগম, সাং-মাতাব্বর বাড়ী, মিয়ার বাজার, ০৬ নং ওয়ার্ড, জলদী ইউপি, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রাম,

৮। সুমি আক্তার রুপা (২০) পিতা-মোঃ রফিক মিয়া, সৎ পিতা-মোঃ জাহাঙ্গীর, মাতা-রাশেদা বেগম, স্বামী মোঃ হাবিব, নানা-তোফায়েল হাওলাদার, সাং-চর সাকিনা (মুন্সির বাড়ী) ০৪ নং ওয়ার্ড, থানা-লাল মোহন, জেলা-ভোলা।

৯। মোর্শেদা আক্তার (২৫) পিতা-দুলাল, মাতা-জোয়রা খাতুন, স্বামী-আরিফ, পিতার ঠিকানা-টিনটরি বাজার, দুলালের বাড়ী, থানা-মানিকছড়ি, জেলা-খাগড়াছড়ি।

১০। সখি আক্তার (১৯) পিতা-নাজমুল হক, মাতা-নুর জাহান বেগম, দাদা-জহর তুলা, সাং-দক্ষিন সোনামুড়ী, (হাজী বাড়ী), থানা-ডিমলা, জেলা-নীলফামারী। বর্তমানে সাইন বোর্ড, গাজীপুর।

১১। মনটি আক্তার জবা (২৫) পিতা-মোঃ তাজ উদ্দিন, মাতা-রেহেনা পারভীন, স্বামী-মোঃ সুমন, সাং- সাঙ্গারপুর, সুফি মিয়ার গলি, ডিএমপি, কোতোয়ালী, ঢাকা

১২। রিক্তা আক্তার দিপা (২৫) পিতা-কুদ্দুস কাজি, মাতা-জমিরন বেগম, স্বামী-কামরুল শেখ, সাং-বয়রা, কুদ্দুস কাজীর বাড়ী, থানা-লোহাগড়া, জেলা-নড়াইল।

১৩। পিংকী আক্তার (১৯) পিতা-আঃ মোকারম, মাতা-জাহানারা বেগম, সাং-লাইট হাউজ উঠনির উপরে, থানা ও জেলা-কক্সবাজার। এবং অন্যান্য নিয়মিত মামলার আসামীরা হলেন….

১৪। সাইফুল ইসলাম(২০),পিতা-ফিরোজ মিয়া, সাং-কুলিয়াপাড়া, থানা ও জেলা-কক্সবাজার

১৫। মোঃ শাহীন (১৮), পিতা-মোঃ আবু,সাং-কুলিয়াপাড়া, থানা ও জেলা-কক্সবাজার

১৬। মোঃ রবিউল ইসলাম (২০), পিতা-হাসু মিয়া,সাং-কুলিয়াপাড়া, থানা ও জেলা-কক্সবাজার

১৭।জাহেদুল ইসলাম প্রকাশ রনি(১৮), পিতা-আব্দুর শুক্কুর, সাং কুলিয়াপাড়া,সর্বখুুরুশখুল ইউপি, থানা ও জেলা-কক্সবাজার

১৮। সাঈদুল ইসলাম প্রকাশ সাঈদ (১৯), পিতা-জাগির হোসেন, মাতা-ফাতেমা বেগম, সাং-পিটি স্কুল, দক্ষিন রুমালিয়া ছড়া, থানা ও জেলা-কক্সবাজার

১৯। রাফসান ইবনে হাসান (১৯),পিতা-মর্তুজা হাসান প্রকাশ রাজা মিয়া,সাং-টেকপাড়া চৌমুহনীর পাশে, থানা ও জেলা-কক্সবাজার

২০। মোঃ নিশু (১৯), পিতা-আলী হোসেন, মাতা- হোসনেয়ারা ডলি,সাং-উত্তর নুনিয়াছড়া,থানা ও জেলা-কক্সবাজার

২১। মোঃ শাহীন প্রকাশ বুলেট (১৯), পিতা-মৃত মোঃ হানিফ, সাং-রুমালিয়ারছড়া,সবুজ বাগের সামনে, থানা ও জেলা-কক্সবাজার

২২। রহিম উল্লাহ (২০), পিতা-নজির আহাম্মদ, সাং-পশ্চিম লার পাড়া (কাসেম সর্দারের বাড়ী), থানা ও জেলা-কক্সবাজার

২৩। হেলাল উদ্দিন (২৪), পিতা-মোঃ আমিন প্রকাশ মাদু, মাতা-দিলদাল বেগম, সাং-সাহিত্যক পল্লী (পল্লাইন্নারপাড়া), থানা ও জেলা-কক্সবাজার

২৪। আজিজুর রহমান(৩৭), পিতা-আবুল কাশেম প্রকাশ হাশেম, মাতা-ছাহেরা বেগম, সাং-পিটি স্কুল,দক্ষিন রোমালিয়াছড়া, থানা ও জেলা-কক্সবাজার

২৫। শাহীন ইসলাম (১৯), পিতা-সৈয়দ আকবর,সাং-দক্ষিন জানারঘোনা, থানা ও জেলা-কক্সবাজার

২৬। নওশাদুল ইসলাম রাব্বী (১৯),পিতা- নজরুল ইসলাম,মাতা-জাকিয়া ইসলাম,সাং-কাকারা( পোঃ কাখারা),থানা-চকরিয়া,বর্তমানে সাং-দক্ষিন ঘোনার পাড়া,বর্তমানে-উওর ডিককুল, থানা ও জেলা-কক্সবাজার

২৭। মোঃ মনির আলম(২১), পিতা-মৃত জাফর আলম,সাং-পশ্চিম লার পাড়া (কাসেম সর্দারের বাড়ী), থানা ও জেলা-কক্সবাজার

২৮। আবুল ফজল (৩৫), পিতা-মৃত বশির আহাম্মদ, সাং-পিটিস্কুল দক্ষিন রুমালিয়াছড়া, থানা ও জেলা-কক্সবাজার

২৯। মোঃ ইউসুফ (৩৬), পিতা-মৃত ইসলাম,সাং-পিটি স্কুল দক্ষিন রুমালিয়াছড়া, থানা ও জেলা-কক্সবাজার।

৩০। মোঃ শফিক (৩৫) পিতা- মৃত আব্দুল হাকিম, মাতা-রাবেয়া খাতুন, সাং- পূর্ব পাহাড়তলী, (ইসুলের ঘোনা) ০৭নং ওয়ার্ড , থানা ও জেলা-কক্সবাজার

৩১। মোঃ রফিক (২৫) পিতা-আবুল কালাম, মাতা-শাহেদা বেগম, সাং-মধ্যম কলাতলী, হাসান আলী ফকিরের বাড়ীর পশ্চিম পাশে, ১২ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা ও জেলা-কক্সবাজার।

৩২। মোঃ আব্দুল গফুর (২৭) পিতা-নুরুল আলম, মাতা-নুর জাহান বেগম, সাং-পূর্ব তারাখু, থানা-ফটিকছড়ী, জেলা-চট্টগ্রাম।

৩৩। মোঃ নাছির উদ্দিন (২৩) পিতা-আবু তাহের, মাতা-ফাতেমা বেগম,সাং-কলতালী আর্দশগ্রাম। থানা ও জেলা-কক্সবাজার ।

৩৪। মোঃ আবুল কালাম (৩০) পিতা-ইউনুছ মাতাব্বর, মাতা-রিনা বেগম, সাং-ভীমের কান্দা, থানা-ভাঙ্গা, জেলা-ফরিদপুর।

৩৫। মোঃ কাশেম (২৪) পিতা-আব্দুল মাজিব, স্থায়ী-ঝরঝরি পাড়া, কলাতলী, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার।

৩৬। আনোয়ারা বেগম, মৃত নজির আহম্মদ, সাং-হামজার ডেইল, ০৬ নং ওয়ার্ড, থানা ও জেলা-কক্সবাজার।

৩৭। মর্তুজা হাসান রাজা, পিতা-মৃত সুলতান মাষ্টার, সাং-উত্তর রুমালিয়ারছড়া, থানা ও জেলা-কক্সবাজার।

৩৮। মোঃ জিয়াবুল, পিতা-কবির আহমদ, সাং-ওয়াহেদের পাড়া, ইসলামাবাদ, থানা ও জেলা-কক্সবাজার।

৩৯। মামনুর রশিদ, পিতা-আব্দুল হাকিম, সাং-বাঁশঘাটা, ইসলামাবাদ, থানা ও জেলা-কক্সবাজার।

৪০। রাজা মিয়া, পিতা-মৃত সুজন মাস্টার, সাং-খুরুশকুল, থানা ও জেলা-কক্সবাজার।

৪১। আলী আকবর, পিতা-মৃত ব্যটারি মিস্ত্রী মোক্তার, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ফরিদ উদ্দিন খন্দকার (পিপিএম) তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।