কক্সবাজারে বাল্য বিয়েতে কবুল বলতে দিল না ম্যাজিস্ট্রেট

সাইফুল ইসলাম, কক্সবাজার জার্নাল •

কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়ায় ভ্রাম্যমান আদালত অভিযানে বন্ধ করে দিয়েছে বাল্য বিয়ে। মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে ছেলে-মেয়ে‘র অভিভাবককে।

রবিবার দুপুরে উত্তর নুনিয়াছড়ার পানির কুপ এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাহরিয়ার মুক্তার নেতৃত্বে এ অভিযান চলে।

অভিযানে ওই এলাকার মো: আবুল প্রকাশ আবুল্লার ছেলেও মোহাম্মদ কামাল সওদাগরের মেয়ে‘র বিয়ে বন্ধ করে দেওয়া হয়। এই বিয়েতে বরের বয়স ছিল ১৭ বছর আর কনে‘র বয়স হল ১৪ বছর। বর-কনে দুই জন‘ই অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় উভয়ের অভিভাবকের কাছ থেমে মুচলেকা নেওয়া হয় যেন বিয়ের উপযোগী না হওয়ার আগ পর্যন্ত তাদের বিয়ে দেওয়া না হয়।

এই অভিযানকে স্বাগত জানান এলাকার সচেতন মহল।
নিবার্হী ম্যাজিস্ট্রেট জানান, বাল্য বিয়ে বন্ধে এই অভিযান অব্যাহত থাকবে।