কক্সবাজারে ১১ বিদ্রোহী প্রার্থীকে আ.লীগ থেকে বহিষ্কার

বার্তা পরিবেশক :

আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কক্সবাজার জেলার ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

উক্ত নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া দুই উপজেলার ১১ জন আওয়ামী লীগ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এদর মধ্যে চকরিয়া উপজেলার ৮ জন এবং টেকনাফ উপজেলার ৩ জন।

সোমবার, ২০ ডিসেম্বর বিকালে কক্সবাজার জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এম.এ. মনজুর কর্তৃক প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়,সারা দেশের ন্যায় কক্সবাজারের চকরিয়তেও বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ড এর সুপারিশ অনুযায়ী সংগঠনের সভাপতি শেখ হাসিনা চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীদের মনোনয়ন দিয়েছেন।

ইতিপূর্বে সংগঠনের যেসব নেতা মনোনয়ন চেয়েছিলেন তাদের সাথে কক্সবাজার জেলা আওয়ামী বৈঠক করে দলীয়ভাবে মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ করার নির্দেশনা দিয়েছিলেন।

কিন্তু উক্ত উক্ত ব্যক্তিগণ দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দিয়েও বিদ্রোহী প্রার্থী হয়ে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করে যাচ্ছেন।

তাদের বার বার নিষেধ করা সত্বেও তারা দলের বিপক্ষে গিয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলের গঠনতন্ত্র অনুযায়ী তাদের সামরিকভাবে বহিস্কার করা হলো এবং তাদের স্থায়ীভাবে বহিস্কারের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ বরাবর সুপারিশ প্রেরণ করা হয়েছে।

বহিস্কৃতরা হলেন-চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের কলিম উল্লাহ কলি, হাসানুল ইসলাম আদর, চিরিঙ্গা ইউনিয়নের জসিম উদ্দিন, জামাল হোসেন চৌধুরী, হারবাং ইউনিয়নের-সৈয়দ নুর, জাহেদুল ইসলাম, বমুবিলছড়ি ইউনিয়নের কফিল উদ্দিন, ফাসিয়াখালী ইউনিয়নের নাছির উদ্দিন চৌধুরী,

টেকনাফের বাহারছড়া ইউনিয়নের আবদুর রহমান বাহার, আমজাদ হোসেন খোকন, সেন্টমার্টিন ইউনিয়নের জাহেদ হোসেন।