কক্সবাজারে ৬ লক্ষ ১৮ হাজার টাকা জরিমানা: একজনের কারাদন্ড

সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল ◑
করোনা ভাইরাসের আতঙ্ককে কাজে লাগিয়ে হঠাৎ কক্সবাজারের ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দফায় দফায় বাড়তি দামে বিক্রি করছে কিছু অসাধু ব্যবসায়ীরা।

এমনকি প্রতিটি জিনিসের দাম ২/৩ গুন উর্ধ্বগতিতে বিক্রি করেছিল তারা। একেক বাজার একেক দামের পার্থক্য ছিল।

বাড়তি দাম ঠেকাতে ২১ মার্চ (শনিবার) কক্সবাজার জেলার বিভিন্ন বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অধিক মূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রয়ের অপরাধে জেলায় ৬ লক্ষ ১৮ হাজার টাকা জরিমানা এবং একজনকে কারাদন্ড দেয়া হয়।

জেলা প্রশাসক মো: কামাল হোসেন’র এক বিজ্ঞপ্তিতে জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের দরুণ উদ্ভুত পরিস্থিতিতে দ্রব্যমূল্যের বৃদ্ধি রোধকল্পে কক্সবাজার জেলায় বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে