কক্সবাজার থেকে চট্টগ্রামগামী বাসে তল্লাশি: নড়াইলের মাদক ব্যবসায়ীর সাথে রোহিঙ্গা আটক

চট্টগ্রাম •


চট্টগ্রামের পটিয়ায় ৭ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার (৪ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলার মোজাফ্ফরাবাদ স্কুলের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি বাসে তল্লাশি করে পাওয়া যায় ৭ হাজার ইয়াবা।

আটক দুই মাদক কারবারি হল নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার বাঘডাঙা গ্রামের হারেছ আলীর ছেলে ওসমান মীর (৩৫) এবং কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের শফিউল করিমের ছেলে নুর বশর (২৪)।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক হুমায়ূন কবির খন্দকার বলেন, আটক আসামিরা জানায় তারা দীর্ঘদিন ধরে অভিনব কৌশলে কক্সবাজার থেকে ইয়াবা এনে চট্টগ্রামসহ দেশের বিভিন্নস্থানে বিক্রি করতো। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে দুইজনকে পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে।