কক্সবাজার সফরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি

সংবাদ বিজ্ঞপ্তি :

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সদস্যগণ কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র, রাখাইন সাংস্কৃতিক ইন্সটিটিউট, রামু, প্রাচীন স্থাপনা রাংকূট বিহার এবং রামুস্থ ১০০ ফুট বৌদ্ধমূর্তি পরিদর্শন করেছেন।

১৩ মে সকালে তারা দুই দিনের সফরে তারা কক্সবাজার এসেছেন।

এসময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ, এমপি,সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাপতি জনাব সিমিন হোসেন রিমি এমপি,সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি,সদস্য সুবর্ণা মুস্তফা এমপি,সদস্য সেলিনা ইসলাম এমপি,সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবুল মনসুরসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ,কক্সবাজার জেলা প্রশাসক মামুনুর রশীদ ও জেলা আওয়ামীলীগের সভাপতি এড. ফরিদুল ইসলামসহ সুধিজনেরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ অতিথিবৃন্দকে কক্সবাজার জেলার ইতিহাস, ঐতিহ্য এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড তুলে ধরেন।

বিকালে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ তাঁদের অনুভূতি প্রকাশ করেন।