কমেছে ডলারের দর!

কক্সবাজার জার্নাল ডেস্ক:
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বসে নির্ধারণ করা দরে ডলার বেচাকেনা করেছে বেশিরভাগ ব্যাংক। সোমবার আমদানি, রপ্তানি ও রেমিট্যান্সে ব্যাংকগুলোর দর ছিল ৯০ টাকার নিচে। এতে করে বেড়ে যাওয়া ডলারের দর গতকাল অনেক কমেছে। অবশ্য কেন্দ্রীয় ব্যাংক থেকে চাপিয়ে দেওয়া দর কতদিন বহাল থাকবে, তা নিয়ে সংশয়ের কথা জানিয়েছেন ব্যাংকাররা। এদিকে, ব্যাংকে কমলেও কার্ব মার্কেট বা খোলাবাজারে ডলারের দর কমেনি। গতকালও এ বাজারে নগদ ডলার বেচাকেনা হয়েছে ৯৬ থেকে ৯৬ টাকা ৬০ পয়সা দরে।

আমদানি বৃদ্ধিসহ বিভিন্ন কারণে বৈদেশিক মুদ্রাবাজারে কিছুদিন ধরে অস্থিরতা চলছে। আমদানি দায় পরিশোধে ৯৭ টাকা পর্যন্ত দরে ডলার কিনতে হয়েছে। রপ্তানি ও রেমিট্যান্সেও দর উঠে যায় ৯৫ টাকা পর্যন্ত। অস্থিরতা কাটাতে গত বৃহস্পতিবার ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন এবিবি ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলোর সংগঠন বাফেদার সঙ্গে বৈঠক করে বাংলাদেশ ব্যাংক। বৈঠকে সিদ্ধান্ত হয়, সব ব্যাংককে একই দরে ডলার বেচাকেনা করতে হবে। কোনো ক্ষেত্রে দর ৯০ টাকার বেশি হবে না। কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্তের আলোকে রোববার বাফেদা বাংলাদেশ ব্যাংকে বিভিন্ন ক্ষেত্রে ডলারের একটি দর প্রস্তাব করে। সেখানে আন্তঃব্যাংক দর দেওয়া হয় ৮৯ টাকা ৮০ পয়সা। এ ছাড়া আমদানিতে ৮৯ টাকা ৯৫ পয়সা, রেমিট্যান্সে ৮৯ টাকা ৭৫ পয়সা এবং রপ্তানিকারকদের জন্য দর প্রস্তাব করা হয় ৮৮ টাকা ৯৫ পয়সা। গতকাল এ দর কার্যকরের দিন ছিল। ব্যাংকগুলো নির্ধারিত দরে ডলার বেচাকেনা করেছে বলে জানা গেছে।
সমকাল