করোনা ভাইরাস রোধে কক্সবাজার পুলিশ প্রশাসনের সচেতনতামূলক মাইকিং

সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল ◑
করোনা ভাইরাস থেকে বাঁচতে সচেতনতামূলক স্থানীয় (কক্সবাজার) ভাষায় মাইকিং, হাত ধুয়ে থানায় প্রবেশসহ ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে জেলার পুলিশ প্রশাসন।

কক্সবাজার জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন নির্দেশে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক স্থানীয় ভাষায় মাইকিং কার্যক্রম শুরু হয়েছে জেলার প্রতিটি থানার অাওতাধীন এলাকায়।

এছাড়া প্রতিটি থানায় হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছেন তিনি। যাতে থানায় অাসা ব্যক্তিরা হাত ধোয়ার পর ভেতরে ঢুকতে পারেন। সম্প্রতি সদর মডেল থানা জেলার প্রতিটি থানায় কাযক্রম শুরু হয়ে গেছে।

সচেতনতামূলক মাইকিংয়ে বলা হচ্ছে, হোটেল মোটেল ও রেস্টুরেন্টে জনসমাগম বন্ধে এবং রেস্টুরেন্টে সীট সংখ্যা কমানোর জন্য প্রচারণা। নির্দেশনা অমান্য করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিজে সচেতন হোন, অন্যকে ভালো থাকতে সহায়তা করুন। জেলা পুলিশের সচেতনতা মূলক কার্যক্রম চলছে