কক্সবাজারের আপন দুই ভাইসহ চার মাদক কারবারির ১০ বছর কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট •

১ লাখ ২৩ হাজার ইয়াবা উদ্ধারের মামলায় কক্সবাজারের আপন দুই ভাইসহ চার মাদক কারবারিকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত এই আদেশ দেন। একইসঙ্গে তাদের প্রত্যেকের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মো. হোসেন আলী ওরফে আলম, জসীমউদ্দীন ওরফে আরমান, সালাউদ্দিন ও মিজানুর রহমান। এদের মধ্যে মো. হোসেন আলী ও জসীমউদ্দীন আপন দুই ভাই।

গত ২০১৮ সালের ১৫ মার্চ এক লাখ ২৩ হাজার পিস ইয়াবা উদ্ধার ঘটনায় হাজারীবাগ থানায় মামলাটি দায়ের করেন পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তার একই বছরের ১৪ নভেম্বর অভিযোগপত্র দাখিল করেন। মামলার বিচার চলাকালে মোট ১৮ জন সাক্ষীর মধ্যে বিভিন্ন সময়ে ১২ জন সাক্ষ্য দিয়েছেন।