উখিয়ায় কৃষি মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

সংবাদ বিজ্ঞপ্তি •

কক্সবাজারের উখিয়ায় ব্র্যাক এর সহায়তায় অস্ট্রেলিয়ানের অর্থায়নে পালস (প্রোগ্রাম ফর হেল্পলেস এন্ড লেগড সোসাইটি) বাস্তবায়নে রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য মানবিক সহয়তা প্রকল্পের কৃষি মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রোববার (১৯ জুন) সকালে থাইংখালি দক্ষিণ স্টেশনের চেয়ারম্যান বাজারে অনুষ্ঠিত হয়।

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে কৃষি মেলায় উদ্বোধন করেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার।

অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন পালস কক্সবাজারের প্রজেক্ট কোর্ডিনেটর এমং সিমং।

সভায় বক্তরা বলেন, মানুষের অক্সিজেন সরবরাহ করতে গাছ রোপন করে থাকে। গাছের চারা রোপন ও পরিচর্যা করা খুবই জরুরি। পুষ্টি ও শারিরিক চাহিদায় পুষ্টিগুণ সম্পন্ন ফলের প্রয়োজনীয়তা অনেক। পুষ্টি ও শারিরিক চাহিদার কথা বিবেচনা করে পরিত্যক্ত জায়গা ও বাড়ির আঙ্গিনায় ফলদ বৃক্ষের চারা রোপন করুন এবং চারা পরিচর্যা করে বিষ ও ফরমালিন মুক্ত ফল খান।

বক্তারা আরো বলেন, পরিবেশ বিপর্যয় রক্ষার্থে পাহাড় ও বৃক্ষ নিধন থেকে সবাইকে বিরত থাকতে হবে।

অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু তাহের মাহমুদ ও জাহের উদ্দিন এবং মোহাম্মদ ইমরান, পালংখালী ইউনিয়নের মহিলা ইউপি সদস্য রানু বানু, খুরশিদা বেগম, জাহেদা বেগম, ইউপি সদস্য আবু ফয়েজ ও আলতাছ আহমদ, মহিলা নেত্রী আনজুমান আরা বেগম, শিক্ষক মোক্তার আহমদ ও পালস কক্সবাজারের সহকারি সাধারণ সম্পাদক ইকবাল চৌধুরী, প্রজেক্ট অফিসার জান্নাতুল ফেরদৌস, মেইল অফিসার মো: শাহাদাত হোসেন, ফিল্ড ফেশিলটর ফারহানা আকতার বিজলী ও শফিকুল ইসলাম খান, কাউন্সিলর জেনিয়া ইসলাম চুমকি ও অফিস সহকারী মোহাম্মদ শাহ্ কামাল।

অনুষ্ঠান শেষে অতিথিরা মেলার স্টল পরিদর্শক করেন।

উখিয়া কৃষি অফিস থেকে রেজিষ্ট্রেশন প্রাপ্ত ১০ টি স্টল এবং কৃষক কৃষাণীরা মেলায় অংশগ্রহণ করেন। এতে মূল্যায়নকারী টিমের মাধ্যমে ৩টি স্টলকে ১ম,২য় ও ৩য় পুরষ্কার এবং বাকীদের শান্তনা পুরষ্কার দেওয়া হয়েছে।