রোহিঙ্গা ক্যাম্পে গুলিবিদ্ধ হেডমাঝির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

উখিয়া প্রতিনিধি :

কক্সবাজারের উখিয়ার বালুখালী তাজনিমার খোলা ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি মাস্টার আবদুর রহিম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

গত ১৬ ফেব্রুয়ারি বালুখালী তাজনিমার খোলা রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে কক্সবাজারের একটি প্রাইভেট হাসপাতালে আইসিওতে ভর্তি ছিলেন।

রোববার (২৬ ফেব্রুয়ারি)সকাল সাড়ে ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত হেড মাঝি মাস্টার আবদুর রহিম (৪৫)বালুখালী তাজনিমার খোলা ১২ নম্বর ক্যাম্পের মৃত করিম উল্লাহর ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী জানান,রোহিঙ্গা নেতা মাস্টার আবদুর রহিমের লাশ ময়নাতদন্ত শেষে তার আত্নীয় স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

এব্যাপারে নিহতের স্বজনেরা উখিয়া থানায় মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

রোহিঙ্গা নেতারা জানান,রাত এলেই ক্যাম্পে মাঝিদের মাঝে আতংক ছড়িয়ে পড়ছে। কারণ আরসা সন্ত্রাসীদের অপরাধ ঠেকাতে ক্যাম্পে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন।

শনিবার সকালে বালুখালী ১৭ নম্বর ক্যাম্পের ব্লক-সি,সাব ব্লক ৮/৭৯ এর চান মিয়ার ছেলে মৌলভী শামসুল আলম (৩৮) কে আরসা সন্ত্রাসীরা ছুরিকাঘাতে খুন করে।