খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে মতামত শিগগিরই

কক্সবাজার জার্নাল ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার আবেদনের বিষয়ে শিগগিরই মতামত জানাবে মন্ত্রণালয়, এমন তথ্য জানিয়ছেন আইনমন্ত্রী আনিসুল হক।

মন্ত্রী বলেন, বিএনপিপন্থী আইজীবীদের করা আবেদনের আইনি ভিত্তি নেই। আইনের বাইরে মানবিকতা দেখানোর সুযোগ নেই বলে মন্তব্য করেন আনিসুল হক। এর আগে মানবাধিকার কমিশনের অনুষ্ঠানে মন্ত্রী বলেন, মানবাধিকার রক্ষায় দেশ অনেকদূর এগিয়েছে, এই ধারাবাহিকতা ধরে রাখতে হলে মানবাধিকার কমিশনকে আরও সক্রিয় হতে হবে।

মঙ্গলবার(২১ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে মানবাধিকার কমিশনের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

মতামতের ক্ষেত্রে মানবিক বিবেচনার সুযোগ রয়েছে কিনা? এমন প্রশ্নে আইনমন্ত্রী বলেন, সরকার যখন কোনো পদক্ষেপ নেবে, সেটা অবশ্যই আইনগতভাবে নেবে।

এর আগে প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং উনার মানবিক পদক্ষেপ হিসেবে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় তার (খালেদা জিয়া) দণ্ড স্থগিত রেখে তাকে মুক্তি দেয়া হয়েছে, এমনটাও উল্লেখ করেন আইনমন্ত্রী আনিসুল হক।