খুরুশকুলে শামশুল আলমের পরিবারটি নিরাপত্তাহীনতায়: প্রশাসনের হস্তক্ষেপ কামনা

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজার সদরের খুরুশকুল দক্ষিণ রাস্তার পাড়া এলাকায় নিরাপত্তাহীনতায় বাড়ি ছাড়া হয়ে আছেন শামশুল আলমের পরিবার।

অভিযোগে জানা যায়, পিতা ও মাতার সম্পত্তির জন্য শামশুল আলমের মামাতো ভাইয়েরা জোরপূর্বক কিছু অংশ দখল করে আছে। যদিও বা জাফর আলম ও তাদের এক মায়ের সন্তানরা জায়গাতে বাউন্ডারি পিলার বসাতে গেলে পাঁচ সন্ত্রাসী মিলে বাধা দেন। ১ম বিবাদী খালুর হাতে থাকা অস্ত্র নিয়ে তার হুকুমেই পূর্ব পরিকল্পিত শামশুল আলমকে জখম করে। তখন কালু সহ আরও অজ্ঞাত ৩ জন প্রস্তুত থাকা সন্ত্রাসীর মধ্যে ২নং বিবাদী মিজান শামসুল আলমকে বাধা দিয়ে তার হাতে থাকা দা দিয়ে কোপায়। এই অবস্থায় শামশুলকে দেখে তার ছোট ভাইয়ের স্ত্রী আরিফা বেগম এগিয়ে  আসলে ৩নং আসামি নুরুল ইসলাম কিল ঘুষি লাতি মারতে থাকেন। শামসুল আলমের ভাই এবং ইসমত আরা নামে একজন প্রতিবন্ধী সহ ৪ নং বিবাদী এনামুল হক তার হাতে থাকা লাঠি দিয়ে প্রতিবন্ধী কে মারতে থাকেন। এরপর ৫ নং আসামি আলামিন শামসুল আলমের ঘরে গিয়ে ভাঙচুর করে এবং ঘরের কিছু কিছু মালামাল লুট করে নিয়ে যায়। এ সুবাদে শামসুল আলমের পরিবার নিরাপত্তাহীন নিয়ে এখনো লুকিয়ে আছেন। যেহেতু বিবাদীরা অস্ত্র নিয়ে দিনদুপুরে ফায়ারিং করতে থাকে তার জন্য শামসুল আলমের পরিবার লুকিয়ে অবস্থান রয়েছে। শামসুল আলমের হাতে আঘাত হওয়ায় তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। চিকিৎসার শেষে তার পরিবারসহ আত্মগোপনে রয়েছে।শামসুল আলমের জায়গাটি যেন দখলদার হাত থেকে উদ্ধার করতে পারে সেজন্য তারা একটি থানায় অভিযোগ দায়ের করেন।

তারা উক্ত বিষয়টি সুরাহা এবং নিজেদের সম্পত্তি ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।