ঘরেই তৈরি করুন হ্যান্ড স্যানিটাইজার

কয়েকদিন ধরে করোনা আতঙ্কে বাজারে দুষ্প্রাপ্য হয়ে উঠেছে হ্যান্ড স্যানিটাইজার। চাহিদা বাড়ার সঙে কমছে যোগান। যাও কিছু পাওয়া যাচ্ছে তার জন্য দিতে হচ্ছে চড়ামূল্য। সে হিসেবে বিশেষজ্ঞদের মতে, ইথাইল অ্যালকোহল বেসড কোনো স্যানিটাইজারই এ বিপদের বন্ধু হতে পারে। বা হ্যান্ড স্যানিটাইজার না কিনতে চাইলে, বাড়িতেও বানিয়ে নেয়া যেতে পারে। হ্যান্ড স্যানিটাইজার বানাতে কী কী উপকরণ লাগবে চলুন জেনে নেই।

কীভাবে তৈরি করবেন?
২/৩ কাপ ইসোপ্রোপাইল অ্যালকোহলের সঙ্গে মেশান ১/৩ কাপ গ্লিসারিন বা অ্যালোভেরা জেল। সঙ্গে মিশিয়ে নিন ১ চামচ পছন্দসই কোনো এসেনশিয়াল অয়েল। ভালো করে ঝাঁকিয়ে নিন। ব্যস, হ্যান্ড স্যানিটাইজার তৈরি।

একটি স্প্রে বোতল ভালো করে ধুয়ে শুকিয়ে নিন। এরপর তাতে মিশ্রণ ঢেলে নিন। সপ্তাহখানেক এ হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে পারবেন আপনি। এ মিশ্রণে সামান্য হাইড্রোজেন প্যারক্সাইডও মেশানো যায়।

হ্যান্ড স্যানিটাইজার কেবল তখনই ব্যবহার করবেন যখন হাত ধোয়ার জন্য পানি থাকবে না। শেষ হওয়ার আগে নতুন করে তৈরি করে নিন উপকারী উপকরণটি আর থাকুন জীবাণুমুক্ত।